বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন হবে: কামরুল ইসলাম
<![CDATA[
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। এটাই শেষ কথা। যতই আন্দোলন করুক না কেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অযথা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে বিএনপি। বিশৃঙ্খলা করলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর বংশালে থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি আসুক বা না আসুক যথাসময়ে নির্বাচন হবে। মিথ্যাচার না করে নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহবান। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেবে আওয়ামী লীগ।
আরও পড়ুন: বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হবে: তাপস
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি নেতারা পাগল হয়ে গেছেন। মহাসমাবেশের নামে সন্ত্রাস করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলে তাদের খুঁজে পাওয়া যাবে না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি আওয়ামী লীগকে ভয় দেখায়। বাংলাদেশ কারো পৈতৃক সম্পত্তি না। তাই হুমকি দিয়ে লাভ নেই। এখান থেকে আওয়ামী লীগকে কেউ তাড়াতে পারবে না। বাংলাদেশ থেকে অপশক্তিকে বিতাড়িত করা হবে। তাদের প্রতিহত করা হবে।
যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের মোকাবিলা করা হবে।
]]>




