বিনোদন

বিএনপি নেতা কামালের খুন রাজনৈতিক নয়: পুলিশ

<![CDATA[

সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল ব্যবসায়িক পূর্ব শত্রুতার জেরে খুন হয়েছেন। এ হত্যাকাণ্ড রাজনৈতিক নয় বলে জানিয়েছে পুলিশ।

১৭ দিন আগের সিসি টিভি ফুটেজে দেখা যায় কামালের সঙ্গে বিরোধে একপর্যায়ে প্রতিপক্ষের একজনকে মারধর ও ছুরিকাঘাত করে। আদম ব্যবসা নিয়ে এ বিরোধের কথা কামালের ভাই মঈনুল হকও স্বীকার করেন।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার আজবাহার আলী শেখ জানান, কামাল আদমব্যবসা করতেন। তা নিয়েই প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিলো। গত ১৯ অক্টোবরের ফুটেজে দেখা যায়, নগরীর আম্বরখানা এলাকার একটি মার্কেটে আ ফ ম কামাল তার সঙ্গীদের নিয়ে একজনকে মারধর করছে। পরে কামাল তাকে ছুরিকাঘাতও করে। ব্যবসায়িক বিরোধ থেকে এ ঘটনার প্রতিশোধ নিতে রোববার রাতে কামালকে হত্যা করেছে প্রতিপক্ষ। এটা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়।

আরও পড়ুন: বিএনপি নেতা হত্যাকাণ্ডে উত্তাল সিলেট

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

এদিকে বিএনপি নেতা কামাল হত্যাকাণ্ডের পর রোববার (৬ নভেম্বর) রাতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন স্থল কবি নজরুল অডিটোরিয়ামে ভাঙচুর চালায় এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলে। 

 

দলের নেতারা বলছেন, ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ নস্যাৎ করার জন্য এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি পুলিশ।

এর আগে রোববার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় দুর্বৃত্তরা সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামালের গাড়ি থামিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!