‘বিগ বসর’ প্রেম আবার বাস্তবে!
<![CDATA[
ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা হলেন এজাজ খান আর পবিত্র পুনিয়া। তাদের মধ্যে চলছে গভীর প্রেম। আর তা এবার প্রকাশও করেছেন দর্শকদের কাছে। নেটদুনিয়ায় প্রকাশ্যে দিয়েছেন বিয়ের প্রস্তাব। তবে এই প্রেমের শুরুটা কিন্তু তাদের হয়েছিল ‘বিগ বস’-এর সেটে।
বর্তমানে বিগ বসের ১৬ তম সিজন চলছে। তবে তাদের প্রেমকাহিনীর শুরু হয়েছিল আরেকটু আগের সিজনে। সিজন ১৪- এর সেটে অংশ নিয়েছিল এই জুটি।
ভারতের জনপ্রিয় টেলিভিশন শোর মধ্যে শীর্ষে থাকা বিগ বস টিভি শোটি তাদের দুটি মনকে কাছে নিয়ে এসেছিল। ৩ অক্টোবর এজাজ আনুষ্ঠানিকভাবে পবিত্রকে বিয়ের প্রস্তাব দেন।
আর সেই মধুর মুহূর্ত দর্শকদের সঙ্গে নেটদুনিয়ায় ভাগ করে নিয়েছেন ৫ অক্টোবর (বুধবার)। তাদের ইনস্টাগ্রামে সেই সুন্দর মুহূর্তের ছবিও পোস্ট করেছেন তারা। আর এই পোস্টের পরই তাদের শুভাকাঙ্ক্ষীদের উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা।
আরও পড়ুন: দীপিকা এখনও রণবীরের হৃদয়ের ‘রানি’
উল্লেখ্য, শুধু এজাজ পবিত্র নয়, শোয়ের এমন অনেক জুটিকেই বাস্তবে বাধা পড়তে দেখা যায় প্রেমের সম্পর্কে। উদাহরণ হিসেবে প্রথমেই বলা যায় জনপ্রিয় জুটি সিদ্ধার্থ আর শেহনাজের কথা। তবে সিদ্ধার্থের হঠাৎ মৃত্যুতে এই সম্পর্ক আর আলোর মুখ দেখতে পারেনি। তবে নিজের প্রেমকে সফল করতে পারছেন এজাজ আর পবিত্র।
আর তাই দর্শকদের অন্যতম আকর্ষণ হলো এই টিভি শোয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীরা।
সূত্র: আনন্দবাজার
]]>




