‘বিগ-বসের’ প্রথম প্রতিযোগীকে পরিচয় করিয়ে দিলেন সালমান
<![CDATA[
ভারতীয় টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ-বগ’। আগামী ১ অক্টোবর থেকে প্রচারিত হবে ‘বিগ-বস’ সিজন ১৬। বরাবরের মত এই সিজনেও সঞ্চালনার দায়িত্বে থাকছেন বলিউড ভাইজান সালমান খান।
একেবারেই নতুনভাবে আসতে যাচ্ছে বিগ-বস সিজন ১৬। তার আগে প্রকাশ্যে এল প্রথম প্রতিযোগীর নাম। তাজিকিস্তানের শিশুশিল্পী আবদু রোজিককে দেখা যাবে জনপ্রিয় এই রিয়্যালিটি শোতে। মঙ্গলবার একথা জানিয়ে দিয়েছেন সালমান খান।
আরও পড়ুন: মহেশ বাবুর মা মারা গেছেন
এবারের সিজনে দেখা যাবে জান্নাত জুবির রেহমানি, মুনাওয়ার ফারুকী, ভিভিয়ান ডিসেনা, কনিকাসহ আরো অনেককে। এর বাইরে ‘বিগ বস’-এর বাড়িতে আসতে পারেন টিনা দত্ত, শিব ঠাকরে, শালীন ভানত, নিমৃত কউর আলুওয়ালিয়া।
সালমান খান জানান, আবদু তার সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় অভিনয় করবেন। এই ছবির মাধ্যমেই প্রিয় অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পাবেন আবদু।
আরও পড়ুন: অসুস্থ হয়ে হাসপাতালে দীপিকা পাড়ুকোন
বলিউড ভাইজান বলেন, ‘আবদু হিন্দি বলতে পারে না, কিন্তু সে গান গাইতে পারে। অভিনেতার ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ গানও করে শোনান আবদু।
ছোট্ট আবদু বলেন, ‘আমি খুবই খুশি। আমি প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য মুখিয়ে আছি। আমি সকলকেই খুব ভালোবাসি। আমার সঙ্গে থাকবেন।’
সূত্র: হিন্দুস্তান টাইম
]]>



