বিজেপিকে হটিয়ে আম আদমি পার্টির দখলে দিল্লি পৌরসভা
<![CDATA[
ভারতের দিল্লিতে স্থানীয় সরকার নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে আম আদমি পার্টি। এর মধ্য দিয়ে দিল্লি পৌরসভায় বিজেপির ১৫ বছরের রাজত্বের অবসান ঘটল। খবর হিন্দুস্তান টাইমসের।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, আড়াইশ আসনের দিল্লি পৌরসভায় আম আদমি পার্টি পেয়েছে ১৩৬টি আসন। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজন ছিল ১২৬টি আসন। অন্যদিকে সবশেষ পাওয়া ফলে বিজেপি পেয়েছে ৯৭টি আসন। দলটির আসন সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া কংগ্রেস পেয়েছে ৭টি আসন। এগিয়ে আছে আরও তিনটিতে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, আপ এ বছর পেয়েছে ৪২ দশমিক ২ শতাংশ ভোট। ২০১৭ সালের ভোটে আপ পেয়েছিল ২৬ দশমিক ২৩ শতাংশ। শতাংশের বিচারে ভোট বেড়েছে বিজেপিরও। তারা পেয়েছে ৩৯ দশমিক ১২ শতাংশ ভোট, যা ২০১৭ সালে ছিল ৩৬ দশমিক ৮ শতাংশ। ২০১৭ সালের তুলনায় ভোট বাড়লেও বিজেপির জেতা ওয়ার্ড ১৮২ থেকে নেমে এল ১০৪ টিতে। গত ভোট কংগ্রেসের ওয়ার্ড ছিল ৩০। এবার তা নেমে এলো ৯টিতে।
এবারের নির্বাচনে বিজেপি তাদের প্রচারে সামনে এনেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, তাতেও অবশ্য হার এড়াতে পারেনি দলটি।
আরও পড়ুন: দ্বিতীয় ধাপের ভোট শুরু, লড়াইয়ে বিজেপি-আম আদমি
অন্যদিকে আম আদমি পার্টি কেজরিওয়ালকে সামনে রেখে প্রচারে নেমেছিল। তারা অবশ্য গত বছর থেকেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে।
এ ছাড়া কংগ্রেসের প্রচারণা ছিল সবচেয়ে দুর্বল। ২০১৪ সাল থেকেই রাজধানীতে তাদের অবস্থার অবনতি হতে শুরু হয়, ২০১৯ সালে শীলা দীক্ষিতের মৃত্যুর পর তা আরও ত্বরান্বিত হয়।
আরও পড়ুন: চায়ের আড্ডা, বিরোধীদের সঙ্গে মোদির হাসি-ঠাট্টা-করমর্দন
আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং বলেছেন, ‘বিজেপি সবসময় বলে এসেছে, এএপি কেবল কংগ্রেসকেই হারাতে পারে। আজ, অরবিন্দ কেজরিওয়াল তাদের একটা উত্তর দিয়েছেন’।
এদিকে বিজয় নিশ্চিত হওয়ায় এরই মধ্যে দিল্লির রাস্তায় উদ্যাপনে মেতেছেন আম আদমি পার্টির সমর্থকরা। গত ২৪ বছর ধরে দিল্লিতে বিজেপি সরকার গঠন করতে না পারলেও এত দিন ধরে পৌরসভায় নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছিল দলটি।
]]>




