বিটিএসের জাংকুককে বর্জন করতে চাইছেন অনেক ভক্ত!
<![CDATA[
বিশ্বকাপের আর মাত্র চার দিন বাকি। এরই মধ্যে কাতার বেশকিছু বিধিনিষেধ জারি করেছে, যার মধ্যে সমকামীদের নেতিবাচকভাবে দেখার বিষয়টিও রয়েছে। কিন্তু তা সত্ত্বেও অনেক শিল্পীই বিশ্বকাপের উদ্বোধনী দিনে পারফর্ম করার জন্য দেশটিতে উড়ে গেছেন। এদের মধ্যে একজন হলেন কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক।
বিভিন্ন মানবাধিকার ইস্যুতে কাতারের দুর্বল অবস্থান ও এলজিবিটি কমিউনিটির প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে বলে অভিযোগ জানিয়ে অনেক শিল্পীই কাতার বিশ্বকাপে পারফর্ম করতে রাজি হননি। জাংকুক সেই একই পথ অনুসরণ না করায় সমালোচনার শিকার হচ্ছেন।
আরও পড়ুন: আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে ‘বিটিএস’র জয়জয়কার
দুনিয়াজুড়ে বিটিএসের অগণিত ভক্ত থাকলেও এ রকম একটি বিতর্কিত সিদ্ধান্ত নেয়ায় ভক্তদের তোপের মুখে পড়তে হয়েছে জাংকুককে। ডুয়া লিপার মতো একই পথ অনুসরণ না করে বরং বিশ্বকাপে পারফর্ম করতে চলে যাওয়ায় অনেক ভক্তই এখন জনপ্রিয় এই বিটিএস তারকাকে বর্জন করতে চাইছেন!
কাতারে ফিফা বিশ্বকাপ ২০২২ আয়োজন করা নিয়ে শুরু থেকে চলছে বিতর্ক। বিভিন্ন মানবাধিকার ইস্যুতে কাতারের দুর্বল অবস্থানের কারণেই এসব বিতর্কের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন সময়ে প্রশ্ন তোলা হচ্ছে বিশ্বকাপের আয়োজকদের দিকে। ফলে কাতার বিশ্বকাপে যেসব শিল্পীর পারফর্ম করার কথা ছিল, তারা একে একে সরে আসছেন সেখান থেকে।
আরও পড়ুন: বাইডেনের কাছে যাচ্ছে বিটিএস
কাতার যখন বিশ্বকাপের আয়োজক হিসেবে সবুজ সংকেত পেয়ে যায়, তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে অংশগ্রহণকারীদের ধর্ম-মত-জাতি নির্বিশেষে সবার অধিকার রক্ষায় কাজ করবে। কিন্তু বাস্তবে এর কিছুটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছেন বলে অভিযোগ তুলে নিজেদের সরিয়ে নিচ্ছেন শিল্পীরা।
সূত্র: মিউজিক মানডিয়াল
]]>




