বিনোদন

বিটিএস-বিবারকে পেছনে ফেলে এগিয়ে অরিজিৎ সিং

<![CDATA[

ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ভক্তদের জন্য প্রকাশ্যে আসলো দারুণ সুখবর। বিশ্বমঞ্চে ফের বাংলার মুখ উজ্জ্বল করলেন এই গায়ক। জনপ্রিয়তার দৌড়ে রিহানা, টেইলর সুইফট এমনকি গুগল খোঁজের শীর্ষে থাকা ব্র্যান্ড বিটিএস-কেও পিছনে ফেলেছেন অরিজিৎ সিং!

গ্লোবাল স্পটিফাই আর্টিস্ট চার্টে সেরা ১০-এ জায়গা করে নিয়েছেন অরিজিৎ সিং। প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী হিসেবে এই বিরল নজির গড়ছেন তিনি। ৬ কোটি ৬১ লাখ ৮৪ হাজার ৫৪২ জন ফলোয়ারের সঙ্গে এই তালিকায় ষষ্ঠস্থানে রয়েছেন অরিজিৎ। তার ঠিক আগে রয়েছেন মার্কিন পপ সেনসেশন জাস্টিন বিবার।

আরও পড়ুন: নববর্ষের প্রথম দিনই রায় শ্রীপর্ণার চমক ‘নিশা লাগিল রে’

এই তালিকায় সেরা তিনে রয়েছেন- এড শিরান, আরিয়ানা গ্রান্দে এবং বিলি আইলিশের মতো গ্লোবাল পপস্টাররা। আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের এই তালিকায় সেরা ৬-এ জায়গা পেতে অরিজিৎ পেছনে ফেলেছেন টেলর সুইফট, দ্য উইকএন্ড, বিটিএস, এমিনেম-এর মতো তাবড় তাবড় শিল্পীদের।

অরিজিতের এই কীর্তিতে উচ্ছ্বসিত তার ভক্তরা। এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ নন অরিজিৎ, তা সত্ত্বেও তার জনপ্রিয়তা বাধ মানে না! এই মুহূর্তে বলিউডের সবচেয়ে জনপ্রিয় এই গায়কের ‘ফ্যানডম’ যে দেশের গণ্ডি ছাড়িয়ে ফেলেছে তা বলাই বাহুল্য।

সদ্যই মুক্তি পেয়েছে অরিজিতের কণ্ঠে পাঠান-এর গান ‘ঝুমে জো পাঠান’। এই গান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সামনে এসেছে। বলিউডের তুলনায় বাংলায় অনেক কম গান গাইলেও বাঙালি শ্রোতাদেরও হতাশ করেননি অরিজিৎ। বছর শেষেই মুক্তি পেয়েছে গায়কের নতুন বাংলা গান ‘মন রে কৃষিকাজ জানো না’। শ্রীজাতর আসন্ন ছবি ‘মানবজমিন’-এর জন্য প্রথমবার রামপ্রসাদি গান গেয়েছেন অরিজিৎ।

আরও পড়ুন: বিশ্বের দ্বিতীয় সুদর্শন পুরুষ বিটিএস গায়ক ‘ভি’

প্রসঙ্গত, অরিজিৎ-এর পর গ্লোবাল স্পটিফাই আর্টিস্ট চার্টে থাকা ভারতীয় শিল্পী হলেন নেহা কক্কর। এই তালিকায় ২০তম স্থানে রয়েছেন ‘মিলে হো তুম হামকো’ খ্যাত গায়িকা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!