বিতর্কের জন্ম দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, চাইলেন ক্ষমা
<![CDATA[
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ধারনের জন্য অল্প সময় সিটবেল্ট সরিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যদিও এমন ঘটনার জন্য এরইমধ্যে ক্ষমা চেয়েছেন তিনি। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঋষি সুনাক গাড়িতে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের গন্তব্যে যান। চলন্ত গাড়িতে তিনি অল্প সময়ের জন্য সিটবেল্ট সরিয়ে নিয়েছিলেন। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওর জন্য তিনি তার সিটবেল্ট সরান।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী অল্প সময়ের জন্য সিটবেল্ট সরিয়েছেন। এমন ভুলের জন্য তিনি ক্ষমাও চেয়েছেন।
মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী পুরোপুরি স্বীকার করেছেন যে এটি একটি ভুল ছিল। এই ভুলের জন্য তিনি ক্ষমাপ্রার্থী। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, প্রত্যেকেরই সিটবেল্ট পরা উচিত।
আরও পড়ুন: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলেই কর কমাতে চান ঋষি সুনাক
যুক্তরাজ্যে গাড়িতে থাকাকালে সিটবেল্ট পরতে ব্যর্থ হলে ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। আর এ সংক্রান্ত মামলা যদি আদালত পর্যন্ত গড়ায় তাহলে ৫০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে।
এ ঘটনায় বিরোধী লেবার পার্টির পক্ষ থেকে সুনাকের সমালোচনা করা হয়েছে। দলটির মুখপাত্র বলেন, কীভাবে সিটবেল্ট, ডেবিট কার্ড, ট্রেন পরিষেবা ব্যবহার করতে হয়, কীভাবে অর্থনীতি ও দেশ পরিচালনা করতে হয়, তা সুনাক জানেন না।
এদিকে ল্যাঙ্কাশায়ার পুলিশের মুখপাত্র বলেছেন, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত, এটি খতিয়ে দেখা হচ্ছে।
]]>