বিদায়ী ডিসেম্বরে বৃদ্ধি পেয়েছে রেমিট্যান্স
<![CDATA[
বিদায়ী ডিসেম্বর মাসে বৃদ্ধি পেয়েছে রেমিট্যান্স। ২০২২ সালের ডিসেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার বা ১৮ হাজর ১৯০ কোটি টাকা। আগের মাস নভেম্বরের চেয়ে যা ১০ কোটি ডলার বা এক হাজার ৭০ কোটি টাকা বেশি বেশি। নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৫৯ কোটি ডলার।
রোববার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে উল্লেখ করা হয়, ২০২১ সালের ডিসেম্বরে দেশে ১৬৩ কোটি ডলার পাঠান প্রবাসীরা। সে হিসাবে সদ্য বিদায়ী বছরের একই সময়ে এসেছে প্রায় ৭ কোটি ডলার বেশি।
রেমিট্যান্স প্রবাহ পর্যালোচনায় দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৪৯ কোটি ৩২ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ের চেয়ে যা ২৫ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার বেশি। ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৩ কোটি ৯৫ লাখ টাকা।
আরও পড়ুন: ২০২২ সালে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৬৫ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৮৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪০ কোটি ৭৬ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৭ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
]]>




