খেলা

বিধ্বস্ত করতে পারে জার্মানি, সতর্ক করলেন স্প্যানিশ কোচ

<![CDATA[

কাতার বিশ্বকাপে গ্রুপপর্বের সবচেয়ে বড় ম্যাচটি হয়তো রোববার (২৭ নভেম্বর) রাতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি। এই ম্যাচকে নিয়ে উত্তেজনার কমতি নেই দর্শকদের মধ্যে। তবে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হেরে গেছে জার্মানি। আর স্পেন তাদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে হারিয়েছে ৭-০ ব্যবধানে। তবে দলের খেলোয়াড়দের অতি আত্মবিশ্বাসী না হয়ে সতর্ক থাকতে বললেন স্প্যানিশ কোচ লুইস এনরিকে।

কাতারের দোহায় আল বায়েত স্টেডিয়ামে মাঠে নামছে স্পেন-জার্মানি। সাধারণত এমন এক ম্যাচ সবাই আশা করে সেমিফাইনাল অথবা ফাইনালে দেখার জন্য। তবে এবার দুই পরাশক্তি একই গ্রুপে পড়ায় নিজেদের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হতে হচ্ছে দুই দলকে।

আরও পড়ুন: ‘ফাইনাল খেলবে আর্জেন্টিনা ও জার্মানি’ 

কাতার বিশ্বকাপে জার্মানি প্রথম ম্যাচে জাপানের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ার পর এই ম্যাচটি ‘ডু অর ডাই’ ম্যাচে পরিণত হয়েছে। যেখানে বিশ্বকাপে টিকে থাকতে হলে স্পেনকে হারাতেই হবে জার্মানদের। আর নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে এই মুহূর্তে উড়ছে স্পেন। তবে জার্মানি ম্যাচের আগে দলকে সতর্ক করে দিলেন স্পেন কোচ লুইস এনরিকে। তার মতে, অতি আত্মবিশ্বাস ডেকে আনতে পারে বড় পরাজয়।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, ‘আমরা সহজেই কোস্টারিকার সঙ্গে জিততে সক্ষম হয়েছি। এটা ছিল দারুণ, যেটা আত্মবিশ্বাস দিয়েছে। তবে আমাদের অতি আত্মবিশ্বাসী হওয়া উচিত নয়। আমরা এমন একটি প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি, যারা আমাদের বিধ্বস্ত করে দেবে যদি আমরা অতি আত্মবিশ্বাসী হই।’

তিনি আরও বলেন, ‘দারুণ একটি লড়াই হবে। তারা চারবার বিশ্বকাপ জিতেছে। আমরা তাদের অনেক সম্মান করি, তাদের দলে দারুণ সব খেলোয়াড় রয়েছে। আর তাদের ইতিহাস অনস্বীকার্য। জার্মানি খুব ভালো দল, গতিময় ফুটবল খেলে। আমরা যদি এটি নিয়ন্ত্রণ করতে পারি তবে দুর্দান্ত। অন্যথায়, আমাকে প্রতিটি দিকে নিয়ে ভাবতে করতে হবে।’

আরও পড়ুন: বিশ্বকাপ চ্যাম্পিয়নদের অভিশাপ ভাঙল ফ্রান্স 

এখন পর্যন্ত বিশ্বকাপেও চারবার দেখা হয়েছে জার্মানি ও স্পেনের। যেখানে দুই ম্যাচ জিতেছে জার্মানরা, একটিতে জয় স্প্যানিশদের। আর সব মিলিয়ে দুই দলের ২৫বার মুখোমুখিতে জার্মানির জয় ৯টিতে এবং স্পেনের জয় ৮টিতে। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!