রোববার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বিপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট। তার আগে ২০৩ জন দেশি খেলোয়াড়ের খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে নেই অলরাউন্ডার নাসির হোসেনের নাম।
বিপিএলের গত আসরে ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলেছিলেন নাসির হোসেন। দল বাজে খেললেও ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেন নাসির। ব্যাট হাতে ৩৬৬ রান করার পাশাপাশি বল হাতে তিনি নেন ১৬ উইকেট। এরপরও তিনি নেই আগামী আসরের প্লেয়ার্স ড্রাফটে।
সম্প্রতি নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অভিযোগে বলা হয়েছে, ২০২১ সারে আবু ধাবির টি-টেন লিগে খেলতে গিয়ে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে উপহার নিয়েছেন নাসির।
নাসিরের বিরুদ্ধে আনা অভিযোগে উল্লেখ করা হয়, ২.৪.৩ ধারায় দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি অর্থমূল্যের উপহার নেয়ার বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন। ২.৪.৪ ধারায় তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিকে দুর্নীতি বা ম্যাচ ফিক্সিংয়ের কোনো প্রস্তাব তিনি পেয়েছিলেন কিনা, তাকে কোনভাবে প্ররোচিত করা হয়েছিল কিনা, তা পরিষ্কার করে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন।