বিপিএলে দেশিদের ব্যাটিংয়ে হতাশ সালাউদ্দিন
<![CDATA[
বিপিএলে আবারও আলোচনায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এবারের বিপিএলে দেশি ক্রিকেটারদের ব্যাটিং তার মন ভরাতে পারেনি। এবারের উইকেটের প্রশংসা কোরে, দেশিদের কাছে আরও প্রত্যাশা ছিল এই কোচের। তবে নাসির হোসেনকে নিয়ে বেশ আশাবাদ সালাউদ্দিন। যেভাবে এই অলরাউন্ডার খেলছেন, তাতে জাতীয় দলে কামব্যাকের সুযোগ আছে তার, এমন মন্তব্য করেছেন তিনি। রানে ফেরা নাসিরও এবারের বিপিএল বেশ উপভোগ করছেন।
টানা তিন ম্যাচে হার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অবস্থান ছিল টেবিলের তলানিতে। সেখান থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে চ্যাম্পিয়নের মতো। টানা তিন জয়ে প্লে অফের রেসে ভালোভাবেই টিকে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
চট্টগ্রাম পর্বটা অম্ল মধুর কেটেছে কুমিল্লার। আম্পায়ারিং নিয়ে মন্তব্য করায় সালাউদ্দিনকে গুনতে হয়েছে জরিমানা। যদিও সে বিষয়ে এদিন কথা বাড়াননি এই অভিজ্ঞ কোচ। তবে নিজ দল আর বিপিএল নিয়ে মন খুলে কথা বলেছেন সালাউদ্দিন। বিশেষ করে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে তার মধ্যে কাজ করছে অন্য রকমের মুগ্ধতা, যা অকপটেই স্বীকার করেছেন।
আরও পড়ুন: এবার আম্পায়ারিং নিয়ে সৌম্য-নাসিরের তর্ক
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন বলেন, ‘আমি যেহেতু রিজওয়ানকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি, সে খেলাটা খুব ভালো বুঝে। দলের জন্য যা প্রয়োজন সে সেটাই করে। অনেকেই ব্রেইন দিয়ে খেলে এবং অনেকেই ব্রেইন ছাড়া খেলে। ও যেহেতু ব্রেইন দিয়ে খেলে, ফলে দলের জন্য এমন একজন খেলোয়াড় খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।’
যদিও দেশি ক্রিকেটারদের খেলা মন জয় করতে পারেনি সালাউদ্দিনের। আম্পায়ারিং নিয়ে আগে ক্ষোভ ঝারলেও এবার প্রশংসা করলেন উইকেটের। সঙ্গে ঢাকা অধিনায়ক নাসিরকে নিয়েও শোনালেন আশার কথা।
সালাউদ্দিন বলেন, ‘ওভারঅল আমাদের খেলোয়াড়দের মান কমেছে। আমি আমাদের খেলোয়াড়দের কাছ থেকে আরও ভালো কিছু আশা করেছিলাম। তবে নাসিরের খেলা খুবই ভালো লেগেছে। সে অনেকদিন পর বিপিএল খেলছে। ও অনেক ফিট আছে। আমি মনে করি ও যেভাবে খেলছে, তাতে সে (জাতীয় দলে) কামব্যাক করতে পারে।’
এখন পর্যন্ত এবারের বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক নাসির হোসেন। পুরোপুরি ফিট হলে আরও ধারালো হবে নিজের ব্যাট এমন স্বপ্ন দেখছেন এই অলরাউন্ডার। যদিও দল ভুগছে টপ অর্ডারের ব্যর্থতায়। রবিন দাসকে নিয়েও হতাশ ঢাকা অধিনায়ক।
ঢাকার অধিনায়ক নাসির হোসেন বলেন, ‘আসলে আমি এখন ব্যাটিংটাকে উপভোগ করছি। আপনি যদি ওভারঅল দেখেন, আমি এবারই প্রথমবার একটি পজিশনে নিয়মিত ব্যাটিং করছি। আমার খেলা দেখে সবাই খুশি। আমিও আমার পারফর্মেন্সে সন্তুষ্ট।’
রবিন দাসকে নিয়ে নাসির বলেন, ‘ও (রবিন দাস) উইকেটে যখন যাচ্ছে তখন আমার মনে হচ্ছে সে ওই চাপটা নিতে পারছে না। ও যখন সেন্টারে যাচ্ছে, তখন হয়তো তার ব্রেন কাজ করা বন্ধ করে দিচ্ছে।’
আরও পড়ুন: কুমিল্লার কোচ সালাহউদ্দিনকে জরিমানা
ইনজুরিতে গত তিন ম্যাচ খেলা হয়নি মোস্তাফিজের। তবে কুমিল্লা কোচ আশাবাদী ঢাকা পর্বে বিপিএল ফিরলে আবারও মাঠে দেখা যাবে ফুল ফিট ফিজকে।
]]>