বিপিএলে রুবেলের ১০০
<![CDATA[
সাকিব আল হাসানের পর দ্বিতীয় বোলার হিসেবে বিপিএলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন টাইগার পেসার রুবেল হোসেন। তবে বাংলাদেশের ক্রিকেটের পেস বিপ্লবের ভীড়ে জাতীয় দলের ফেরার স্বপ্ন দেখলেও আপাতত রুবেলের চ্যালেঞ্জটা নিজের সঙ্গে। বিপিএলের স্পিডমিটার নিয়ে খানিকটা সংশয় রুবেলের কণ্ঠে।
এ যেন এক অমিমাংসিত রহস্য। জাতীয় দল থেকে কেন বাদ পড়েছিলেন রুবেল, তা নিয়ে বিস্তর তর্ক হতেই পারে। তবে অদ্ভূত সেই জট খোলা যায়নি আজও। নিউজিল্যান্ডে সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছিলেন রুবেল। সে ম্যাচেও নিয়েছিলেন ৩ উইকেট। তারপর প্রায় এক বছর দলের সঙ্গে ছিলেন স্ট্যান্ডবাই হিসেবে। কিন্তু ভাগ্যের গেরো খোলেনি।
আরও পড়ুন: হাতের চোট নিয়ে মাঠ ছাড়লেন লিটন
সেই রুবেল লাল বলকে বিদায় জানিয়েছেন আগেই। তবে সাদা বলের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ছড়িয়ে চলছেন নিজের সুবাস। বিপিএলে নিজ দল সিলেটের জার্সিতে সবশেষ ম্যাচে চার উইকেট তুলে নিয়ে স্পর্শ করেছেন ইতিহাস। সাকিবের পর দ্বিতীয় বোলার হিসেবে বিপিএলে তুলে নিয়েছেন ১০০ উইকেট।
আরও পড়ুন: বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে
চলতি বিপিএলে হরহামেশাই দেখা যাচ্ছে চমক। বেশিরভাগ পেসারের গতিই ছাড়িয়ে যাচ্ছে ঘণ্টায় ১৪০ কিলোমিটার। দেশের ক্রিকেটের জন্য এটাকে ইতিবাচক বললেও স্পিডমিটার নিয়ে খানিকটা সংশয় রুবেলের কণ্ঠে। তিনি বলেন, ‘আমি জানি না এই স্পিডমিটারটা ঠিক আছে কি না। তবে দেশের কেউ যখন ১৪০’র বেশি গতিতে বল করছে, বিষয়টা দেখে ভালো লাগে। অনুপ্রেরণা কাজ করে।’
]]>




