বিপিএলে সেঞ্চুরিয়ান কে এই আজম খান?
<![CDATA[
দীর্ঘকায় দেহ নিয়ে ক্রিকেট কিংবা ফুটবল খেলা সম্ভব কিনা সেটি সন্দেহের বিষয়। তবে সব সন্দেহকে ভ্রুকুটি দেখিয়ে প্রথাগত নিয়ম ভেঙে পাকিস্তানের আজম খান হয়ে উঠেছেন চমক জাগানো ক্রিকেটার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্রথম সেঞ্চুরিটা এসেছে তার ব্যাট ছুঁয়েই। তিনি খেলেছন খুলনা টাইগার্সের হয়ে।
সোমবার (৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ষষ্ঠ ম্যাচে এক আজম খানই গড়ে দিয়েছেন রানের ব্যবধান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫৮ বলে নয়টি চার ও আটটি ছক্কা মেরে করেছেন অপরাজিত ১০৯ রান। সঙ্গে ছিল টি-টোয়েন্টি বান্ধব ১৮৭.৯৩ স্ট্রাইকরেট। ফলে শরীরের ওজন নয়, খেলার পরিসংখ্যানে নতুন করে আলোচনায় তিনি।
আরও পড়ুন: আজম খানের তাণ্ডবে বড় সংগ্রহ পেল খুলনা
২৪ বছর বয়সী আজম খানের জন্ম পাকিস্তানের করাচিতে। ক্রিকেটে আসা বাবার অনুপ্রেরণায়। বাবা মোহাম্মদ মঈন খান ছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার। ২০২০ সালের ডিসেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় আজম খানের। বাবার মতো তিনিও উইকেটরক্ষক হিসেবে খেলেন। ৫০ ওভারের ক্রিকেট খেলছেন ২০১৮ সাল থেকে। টি ২০-তে অভিষেক ২০১৯ সালে।
আরও পড়ুন: তৌহিদের ব্যাটে মাশরাফীদের হ্যাটট্রিক জয়
এ দিকে পাকিস্তান জাতীয় টি-টোয়েন্টি দলে অভিষেক ঘটে ২০২১ সালের ১৬ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে। জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০২১ সালের ২৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন। আজম খান পাকিস্তান সুপার লিগের পাশাপাশি লঙ্কা প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে থাকেন।
]]>