বিমান বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ বিপর্যয়
<![CDATA[
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি ছোট বিমান বিদ্যুৎ লাইনের ওপর বিধ্বস্ত হয়েছে। এতে মন্টগোমারি কাউন্টিতে বড় ধরনের বিদ্যুৎবিভ্রাটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, স্থানীয় সময় রোববার (২৭ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও কাউন্টিজুড়ে ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ৯০ হাজারের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।
মন্টগোমারি কাউন্টি পুলিশের টুইট বার্তায় বলা হয়, ছোট ওই বিমানটি রথবারি-গোশেন রোড এলাকার বিদ্যুৎ লাইনেও ওপর বিধ্বস্ত হয়েছে। এতে কাউন্টির কিছু অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।
আরও পড়ুন: বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, নিহত ৮
এ দুর্ঘটনার পর রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
অ্যাভিয়েশনসংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃষ্টির সময় একটি বাণিজ্যিক এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার তদন্ত চলছে।
]]>