বিয়ের আশ্বাসে প্রেমিকাকে ধর্ষণ, কলেজছাত্র কারাগারে
<![CDATA[
বগুড়ার শেরপুর উপজেলায় বিয়ের আশ্বাসে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাকলাইন খান ওরফে মাহমুদুল হাসান (১৯) নামে এক কলেজছাত্রের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় মঙ্গলবার (২৯ নভেম্বর) ভুক্তভোগীর মা বাদী হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এরপরই অভিযুক্তকে আটক করা হয়।
বুধবার (৩০ নভেম্বর) বিকেলে আদালতের নির্দেশে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে। সাকলাইন খান উপজেলার পান্তাপাড়া এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, চার মাস আগে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই এলাকার কলেজছাত্র সাকলাইন খান ওরফে মাহমুদুল হাসানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের আশ্বাস দিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন সাকলাইন। তবে বিয়ের জন্য চাপ দিলে বিভিন্ন অজুহাত দিয়ে গা বাঁচানোর চেষ্টা করেন সাকলাইন।
আরও পড়ুন: বাকপ্রতিবন্ধীকে গণধর্ষণের পর আগুন দিয়ে হত্যার অভিযোগ
গত সোমবার (২৮ নভেম্বর) রাতে স্কুলছাত্রীর বসতবাড়িতে কেউ না থাকার সুযোগে নিয়ে সাকলাইন আবারও ওই ছাত্রীকে ধর্ষণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
]]>




