বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে তরুণী
<![CDATA[
দিনাজপুরের বিরামপুরে শাহাবুল ইসলাম শাওন (২৫) নামের এক ছাত্রলীগ নেতার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ১৯ বছরের এক তরুণী।
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার চকহরিদাসপুরে গ্রামে অবস্থিত শাওন নামে ওই নেতার বাড়িতে অবস্থান নিয়ে দ্বিতীয় দিনের মতো অনশন চালিয়ে যাচ্ছেন তিনি।
ছাত্রলীগ নেতা শাহাবুল উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এদিকে ওই কিশোরী তার বাড়িতে অবস্থান নেয়ার পরপরই আত্মগোপনে চলে যায় ছাত্রলীগ নেতা শাহাবুল। মুঠোফোনে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি তিনি।
শনিবার (৭ জানুয়ারি) রাতে কথা হয় অনশনে থাকা ওই তরুণী জানান, ৫ বছর আগে শাহাবুলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শাহাবুল তাকে বিয়ে করবে-দীর্ঘদিন থেকে এমন আশ্বাস দিয়ে আসছেন। বিভিন্ন সময় বিয়ের কথা বললে তিনি নানা রকমের টালবাহানা করেন। একাধিকবার ওই তরুণীর পরিবার বিয়ের কথা তুলেছেন। তবে শাহাবুলের আশ্বাসে ওই তরুণী অন্য কোথাও বিয়ে করতে রাজি হননি। নিরুপায় হয়ে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন তিনি।
আরও পড়ুন: বিয়ের দাবিতে অষ্টম শ্রেণির ছাত্রীর অনশন
পলিপ্রয়াগপুর ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলী বলেন, দুই পরিবারের সঙ্গে কথা বলেছি। যেহেতু দীর্ঘদিন থেকে তাদের দুজনের মাঝে প্রেমের সম্পর্ক আছে। সেহেতু উভয় পরিবারকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার পরামর্শ দিয়েছি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনা শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।
]]>