বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গর্ভবতী প্রেমিকার অনশন
<![CDATA[
সাতক্ষীরা বিয়ের দাবিতে কনকনে শীত উপেক্ষা করে প্রেমিকের বাড়িতে গর্ভবতী অবস্থায় দশম শ্রেণির এক ছাত্রী (১৬) অনশনে বসার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় তালা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। রাতে তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে।
এ ঘটনায় প্রেমিকার মা রোকেয়া বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত প্রেমিকের নাম রাসেল বাদশা (২২)। তিনি মাগুরাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: মেসেঞ্জারে প্রেম, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন
অনশনরত ওই তরুণী বলেন, প্রায় এক বছর আগে থেকেই রাসেল বাদশা সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে তার দুই মাসের সন্তান আমার গর্ভে। আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে বিয়ে করছে না। তাই তার বাড়িতে এসে উঠি। পরে পুলিশ আসলে বিষয়টি তাদের খুলে বলি।
এ বিষয়ে ওই যুবকের বাবা মাগুরা ইউপি সদস্য মো. মইনুল ইসলাম জানান, আমার ছেলে যদি দোষী হয় তা হলে তাদের বিয়ের ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে শিক্ষার্থীর অনশন
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত রাসেল বাদশাকে আটকের চেষ্টা চলছে।
]]>