বিরোধীদল নয়, সরকার এখন হরতাল-ধর্মঘট করছে: রিজভী
<![CDATA[
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এতদিন হরতাল-ধর্মঘট করতো বিরোধী দল। এখন করছে সরকারি দল। তা দেখে মানুষ হাসছে। সাধারণ মানুষরে কষ্ট নিয়ে রসিকতা করছে সরকার। তাদের (সরকার) বুক কাঁপে না।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মোংলায় আহত নেতাকর্মীদের দেখতে এসে এ মন্তব্য করেন তিনি।
খুলনায় ঐতিহাসিক জনসভা হয়েছে দাবি করে রিজভী বলেন, সে সভায় মানুষ যাতে আসতে না পারে সেজন্য সরকার নিজেদের লোক দিয়ে বাস ও লঞ্চ ধর্মঘট করিয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের অধীনে ছেলেখেলা নির্বাচনে বিএনপি যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। না হয় বিএনপি আওয়ামী লীগের পাঁতানো নির্বাচনে অংশ নেবে না।
‘খুলনার জনসভায় যোগ দিয়ে ফিরে আসার সময় তাদের নেতাকর্মীরা আওয়ামী লীগের পেটুয়া বাহিনীর হামলার শিকার হয়েছেন’ উল্লেখ করে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের দেখতে এসেছি।
মোংলা পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিন্নাত সানা, যুবদল কর্মী জসিম গাজী ও মাসুমকে দেখতে এদিন সন্ধ্যায় বটতলায় আসেন রুহুল কবির রিজভী।
আরও পড়ুন: জিয়ার আবির্ভাব দেশের সংকটময় মুহূর্তে: ফখরুল
এ সময় তার সঙ্গে ছিলেন মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সহসভাপতি এমরান হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদ রিয়াদ, সদস্য সচিব এম এ কাশেম, বিএনপি নেতা মো. আলাউদ্দিন বাবলু ভূঁইয়া ও আব্দুস সালাম ব্যাপারী প্রমুখ।
]]>