বিশ্বকাপের আগে বিদেশে ক্যাম্প করবে টাইগাররা
<![CDATA[
ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে নিউজিল্যান্ড যাবার আগে দেশের বাইরে চার দিনের ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় দল। এরই মধ্যে তিনটি দেশের সাথে কথাও হয়েছে, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মূলত আসন্ন বিশ্বকাপ নয়, একটা ভালো মানের টি-টোয়েন্টি দল গঠনই বোর্ডের মূল লক্ষ্য বলে জানান তিনি। ক্রিকেটাররা আলোচনা করলে তাদের সম্মানের সঙ্গে বিদায়ের কথাও বলেন পাপন।
কখনো মুশল ধারায়, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বিশ্বকাপ দল ঘোষণার আগে ৩ দিনের অনুশীলন ক্যাম্পের দ্বিতীয় দিন মাঠে গড়ায়নি একটিও বল। প্রস্তুতি সীমাবদ্ধ ছিল ইনডোর আর জিম সেশনে।
দেশে ফিরেই বিশ্বকাপের দল নিয়ে আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতি। যদিও দল ঘোষণার আগে শ্রীরামের পরিকল্পনা বাস্তবায়ন হয়নি শতভাগ। যার কারণ বৈরী আবহাওয়া। তাই ভিন্ন পরিকল্পনা বিসিবির। নিউজিল্যান্ড যাবার আগে দেশের বাইরে ক্যাম্প করবে ক্রিকেটাররা। সম্ভাব্য গন্তব্য দুবাই।
আরও পড়ুন: এই বিশ্বকাপ না, আগামী বিশ্বকাপ নিয়ে ভাবছে বাংলাদেশ: পাপন
মিরপুরে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘ত্রিদেশীয় সিরিজের আগে বিদেশের মাটিতে আমরা একটা ক্যাম্প করতে চাই। ক্যাম্পটা কোথায় হতে পারে, সেটা নিয়েই আমরা আলোচনা করছি। আজকে এখানে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এক্সপ্লোর করব। এরই মধ্যে আমরা দুই-তিনটা দেশের সঙ্গে আলাপ করেছি। সংযুক্ত আরব আমিরাতেও হতে পারে, তবে শারজার মাঠে না। আশা করি, কালকের মধ্যে জানাতে পারব।’
এশিয়া কাপের আগে আসন্ন বিশ্বকাপে ভলো কিছু স্বপ্ন দেখেছিল বোর্ড। সংযুক্ত আরব আমিরাতে ব্যর্থতার পর ভিন্ন সুর সভাপতির কন্ঠে। এই বিশ্বকাপ নয়, লক্ষ্যটা নির্ধারণ করছেন পরবর্তী বিশ্বকাপ নিয়ে।
পাপন বলেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবে বলছি, আমরা এখন যা করছি তা এই বিশ্বকাপের জন্য নয়। এ বিশ্বকাপকে টার্গেট করে কিছু করলে হবে না। আপনাকে সামনের বিশ্বকাপকে টার্গেট করে কিছু করতে হবে।’
আরও পড়ুন: আমাকে গালি দিলে আমিও গালি দেব: সুজন
বিসিবি সভাপতি যোগ করেন, ‘এমন কোনো কোচ নেই, এমন কোনো বোর্ড নেই যে, আপনাকে রাতারাতি টি-টোয়েন্টি ফরম্যাটে সব ঠিক করে দেবে। এত দিন যা হয়েছে, হয়েছে। আপনাকে লং টার্মে চিন্তা করতে হবে। নেক্সট টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল তৈরি করছি আমরা।’
দেশের বাইরে ক্যাম্পের পর দল আবারো দেশে আসবে। কিছু দিন ছুটি কাটিয়ে ত্রিদেশীয় এবং বিশ্বকাপের জন্য দেশ ছাড়বেন ক্রিকেটাররা।
]]>




