বিশ্বকাপের আগে বোলিং কোচ নিয়োগ দিল জিম্বাবুয়ে
<![CDATA[
আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নতুন বোলিং কোচ নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে। কাউন্টি চ্যাম্পিয়নশিপের সাবেক ক্রিকেটার স্টিভ কার্বি এ দায়িত্ব পেয়েছেন। কাউন্টিতে একাধিক ক্লাবের হয়ে খেলেছেন এই পেসার, শিরোপা জিতেছেন ইয়র্কশায়ারের হয়ে।
৪৪ বছর বয়সী স্টিভ কাউন্টিতে ৩৪৮ ম্যাচ খেলেছেন। যেখানে প্রথম শ্রেণির ম্যাচ ১৬৭টি, লিস্ট ‘এ’ ১০৪টি ও টি-টোয়েন্টি ৭৭টি। তাকে নিয়োগ দেয়ার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ায় রোডেশীয়দের সঙ্গে যোগ দেবেন তিনি।
আরও পড়ুন: আইসিসির সভাপতি হওয়া আমার হাতে নেই: গাঙ্গুলি
স্টিভ কার্বির ক্যারিয়ার
ম্যাচ উইকেট রান
প্রথম শ্রেণি ১৭৬ ৫৭২ ১৩২০
লিস্ট ‘এ’ ১০৪ ১৪২ ৮৮
টি-টোয়েন্টি ৭৭ ৮৩ ৭০
জিম্বাবুয়ের বর্তমান হেড কোচ ডেভ হাগটন। তার সঙ্গে ডার্বিশায়ারে আগেও কাজ করেছেন কার্বি। দায়িত্ব পাওয়ার পর সেই কথা তুলে ধরে তিনি বলেন, ‘সর্বোচ্চ ভালো কোচ হওয়ার বাসনা আছে। আন্তর্জাতিক ক্রিকেট আমার জন্য দারুণ কিছু। সবসময় আমি এটার সঙ্গে যুক্ত হতে চেয়েছি। ডার্বিশায়ারে আগেও হাগটনের সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে। আবার কাজ করার সুযোগটা হাতছাড়া করতে চাইনি।’
আরও পড়ুন: একনজরে ১৬ দলের স্কোয়াড
অন্যদিকে কার্বিকে নিয়োগ দিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের পরিচালক হ্যামিল্টন মাসাকাদজা বলেছেন, ‘তাকে নিয়োগ দিতে পেরে আমরা আনন্দিত। ও প্লেয়ার ও কোচ হিসেবে কাউন্টিতে দীর্ঘদিন ভালো করেছে। আমাদের আশা, কার্বি জিম্বাবুয়ে ক্রিকেটকে উন্নতির দিকে নিয়ে যাবে।’
]]>




