বিশ্বকাপের আগে সুখবর পেল আর্জেন্টিনা
<![CDATA[
বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে আর্জেন্টিনা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে নতুন এক রেকর্ডের পথেও ছুটছিল দলটি। তবে বিশ্বকাপের মাত্র মাসখানেক আগে হঠাৎ করেই যেন কালো মেঘে ছেয়ে গেছে আর্জেন্টিনার আকাশ। দুশ্চিন্তার ভাঁজ আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির কপালে। হবেই-না কেন, তৃতীয়বারের মতো শিরোপার স্বপ্ন দেখা দলটির সেরা তারকারাই ইনজুরিতে মাঠের বাইরে আছেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগে ম্যাকাবি হাইফার বিপক্ষে ম্যাচে ডান পায়ে চোট পান ডি মারিয়া। তাকে একপর্যায়ে ডান ঊরু চেপে ধরতে দেখা যায়। শেষ পর্যন্ত উরুর চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। আর তাতেই একটা শঙ্কা দেখা দেয়, হয়তো বিশ্বকাপেই খেলতে পারবেন না তিনি।
তবে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ডি মারিয়ার ক্লাব য়্যুভেন্তাস আর্জেন্টাইন সমর্থকদের স্বস্তির খবরই দিলেন। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ২০ দিনের মতো মাঠের বাইরে থাকতে হবে তাকে। বিশ্বকাপ শুরু হতে এখনও যেহেতু ৩৮ দিনের মতো সময় আছে, তাই আশা করা যাচ্ছে তার আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন ডি মারিয়া।
গত বছর ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ফাইনালে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন ডি মারিয়া। নিজের শেষ বিশ্বকাপ ঘোষণা দেয়া ডি মারিয়ার জন্যও এবারের আসরটি বিশেষ ভাবা হচ্ছে।
আরও পড়ুন: চোটে জর্জরিত আর্জেন্টিনা, বিশ্বকাপের আগে মহাদুশ্চিন্তা
এর আগে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার মাঠে পায়ের মাংসপেশিতে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। সেই চোটের কারণে গেল দুই ম্যাচে খেলতে মাঠে নামতে পারেননি তিনি। তবে সমস্যা খুব একটা গুরুতর নয় বলে জানিয়েছেন পিএসজি কোচ। তবে চোট গুরুতর না হলেও বিশ্বকাপের আগে যেহেতু খুব একটা সময় নেই, তাই ভক্ত-সমর্থকদের চিন্তা থেকেই যাচ্ছে। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে মেসি। একের পর এক গোল করছেন এবং করাচ্ছেন। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ৮ গোল।
এদিকে, গেল ৯ অক্টোবর ইতালিয়ান লিগে খেলতে নেমে চোটে পড়েছেন পাওলো দিবালা। আশঙ্কা করা হচ্ছে, বিশ্বকাপ মিস করতে পারেন তিনি। রোমার জয়ের ম্যাচে গোলও পেয়েছিলেন দিবালা। তবে দ্বিতীয় হাফে গুরুতরভাবে আঘাত পান তিনি। পরে দিবালাকে মাঠ ছাড়তে হয় খুঁড়িয়ে খুঁড়িয়ে।
]]>