বিশ্বকাপের জন্য নানা পরিকল্পনা মমতাজের
<![CDATA[
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনায় বুঁদ হয়ে আছে পুরো বিশ্ব। সে উন্মাদনায় সামিল হয়েছেন দেশসেরা সংগীতশিল্পী মমতাজও। পরিবারের অন্য সদস্যরা ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক হলেও মমতাজের কণ্ঠে ভিন্ন সুর। নানা ব্যস্ততার মধ্যেও প্রিয় দলের সমর্থনে ভিন্ন পরিকল্পনাও সাজিয়েছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।
ফিফা বিশ্বকাপ। চার বছরের দীর্ঘ বিরতিতে বিশ্বের কোটি ফুটবলপ্রেমীর মন পড়ে থাকে এই একটা আসর ঘিরে। বিশ্বকাপের দেশের সঙ্গে দূরত্বটা ৩ হাজার ৯৫১ কিলোমিটারের। তবুও সে দূরত্ব বাধা হয়নি ফুটবল অনুরাগের পথে। শুধু কি ফুটবলের ইতিহাস সমৃদ্ধ দেশের ভক্তদের মনেই দোলা দিয়ে যায় ফুটবলের এই উন্মাদনা! গোল বলের এই আয়োজনে বাংলাদেশও এখন পুরোপুরিভাবে প্রস্তুত বিশ্বকাপকে বরণ করতে।
এবারের বিশ্বকাপ ঘিরে উন্মাদনাটা অন্য যেকোনো বারের তুলনায় বেশি। দেশের অলিগলি ছেয়ে গেছে পছন্দের দলের পতাকায়। দেয়ালগুলো সেজে উঠেছে নেইমার, মেসি কিংবা রোনালদোর গ্রাফিতিতে। শৌখিন বাঙালির পরিকল্পনার নেই কোনো শেষ।
আরও পড়ুন: আর্জেন্টিনা সমর্থকরা চুল কাটতে এলেই পাবেন বিশেষ ছাড়!
ফুটবল জ্বরের সংক্রমণে ভুগছে দেশ সেরা তারকারাও। জমে উঠেছে প্রিয় দলের সমর্থনে কথার লড়াই। মঞ্চ মাতিয়ে রাখা জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বিশ্বকাপে আর্জেন্টিনা কিংবা ব্রাজিল নয়, সমর্থন করছেন জার্মানিকে। শত ব্যস্ততায়ও শুধু বিশ্বকাপের জন্যেই সাজিয়েছেন নানা পরিকল্পনা।
এই সঙ্গীতশিল্পী বলেন, ‘আমাদের দেশে তো ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকই বেশি। আমি জার্মানিকে সমর্থন করি। কিন্তু আমার বাড়ির লোকজন ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক। তাই বাসায় খুব একটা মুখ খুলতে পারি না!’
আরও পড়ুন: নরসিংদীতে দুই হাজার ফুট লম্বা আর্জেন্টিনার পতাকা নিয়ে র্যালি
মমতাজ বলেন, ‘ খেলা দেখার জন্য আমাদের সময় ঠিক করা থাকে আগে থেকেই। পরিবারের সদস্যদের নিয়ে সময় মতো বড় পর্দায় খেলা দেখতে বসে যাই। যখন পছন্দের দলের খেলা থাকে, তখন তো চোখ আর অন্য কোথাও যায় না।’
]]>




