বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সালাহদের বিপক্ষে লজ্জায় ডুবল বেলজিয়াম
<![CDATA[
কাতার বিশ্বকাপের অভিযানে মাঠে নামার আগে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে মোহামেদ সালাহ মিশরের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরেছে বেলজিয়াম।
ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে গ্রুপ ‘ই’ থেকে কাতার বিশ্বকাপে সরাসরি পা রেখেছে বেলজিয়াম। ফিফা র্যাঙ্কিংয়ে বিশ্বের দ্বিতীয় সেরা দল তারা। অন্যদিকে মোহামেদ সালাহর মিশর আফ্রিকার অঞ্চলের বাছাইপর্বে সেনেগালের বিপক্ষে হেরে বিশ্বকাপের টিকিট পায়নি। র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৩৯। এমন একটি দলের বিপক্ষে বিশ্বকাপের আগে বড় হোঁচটই খেল ডি ব্রুইনা-কর্তোয়ার বেলজিয়াম।
কুয়েতের শেখ জাবের আল আহমেদ আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার (১৮ নভেম্বর) প্রীতি ম্যাচে মুখোমুখি হয় বেলজিয়াম ও মিশর। ম্যাচ শুরু হওয়ার ৩৩ মিনিটে লিড নেয় মিশর। নিজেদের ডি-বক্সে কেভিন ডি ব্রুইনার ভুলে বল পেয়ে যায় প্রতিপক্ষের মোস্তফা মোহামেদ। সুযোগ পেয়ে বল জালে জড়াতে কোনো ভুল করেননি এ মিশরীয় ফরোয়ার্ড।
আরও পড়ুুন: বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো!
সে গোল শোধের বদলে দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একটি গোল হজম করে বসে বিশ্বের দ্বিতীয় সেরা দলটি। প্রতিপক্ষের রক্ষণভাগের ফুটবলারদের বোকা বানিয়ে সালাহ বল পাস দেন সতীর্থ ত্রেজেগুয়েতকে। তার শট খুঁজে নেয় নিশানা। ২-০ গোলে এগিয়ে যায় মিশর। তারকায় ভরপুর বেলজিয়াম অনেক কষ্টে ম্যাচের ৭৬ মিনিটে একটি গোল শোধ করে।
ডি ব্রুইনা-হাজার্ডদের মতো বিশ্বসেরাদের ভিড়ে দলের হয়ে একমাত্র গোলটি করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা ওপেনদা। ম্যাচের বাকি সময়ে একাধিক আক্রমণ চালিয়েও আর সমতায় ফিরতে পারেনি বেলজিয়াম।
আরও পড়ুন: বিশ্বকাপে ভলান্টিয়ারশিপে রাজত্ব বাংলাদেশের
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বেলজিয়ামকে স্তব্ধ করতে খেলেছেন মিশরীয় ফুটবল জাদুকর সালাহ এমনটাই অভিমত তার সমর্থকদের। ষাট হাজার দর্শকের ধারণ ক্ষমতাসম্পন্ন কুয়েতের শেখ জাবের আল আহমেদ আন্তর্জাতিক স্টেডিয়াম এদিন কানায় কানায় পরিপূর্ণ ছিল।
বিশ্বকাপ অভিযানে নিজেদের প্রথম ম্যাচে আগামী ২৩ নভেম্বর কানাডার বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মরক্কো ও ক্রোশিয়া।
]]>




