বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড মেসির দখলে
<![CDATA[
ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করার মাধ্যমে ফুটবল বিশ্বকাপে ১১ গোল হলো লিওনেল মেসির। এর মাধ্যমে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়িয়ে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের দখলে নিলেন তিনি। বিশ্বকাপে বাতিস্তুতার গোল ১০টি।
ক্রোয়াটদের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন মেসি। এর মাধ্যমে কাতার বিশ্বকাপেই তার গোল হলো ৫টি। এছাড়া ২০০৬, ২০১৪, ২০১৮ সালের আসরগুলোতে গোল পেয়েছেন মেসি। শুধু ২০১০ সালে তার কাছ থেকে গোল অধরা ছিল।
আরও পড়ুন: জিতুক মেসি, হারুক আর্জেন্টিনা: রোনালদো
ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে খেলতে নেমেই দারুণ একটি রেকর্ড গড়েন মেসি। বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়া অধিনায়ক তিনি। পাঁচ বিশ্বকাপ খেলা মাত্র ছয় ফুটবলারের মধ্যে মেসি অন্যতম। তিনি অধিনায়ক হিসেবে খেলছেন ১৮তম ম্যাচ। এই ম্যাচের আগে মেসির সমান ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড ছিল মেক্সিকোর রাফা মার্কুয়েজের।
তাছাড়া ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ (২৫টি) খেলার রেকর্ডেও জার্মানির লোথার ম্যাথিউসের পাশে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামার মধ্য দিয়ে মেসি ছাড়িয়ে গেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে। ক্লোসা বিশ্বকাপে খেলেছেন ২৪ ম্যাচ।
আরও পড়ুন: ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে দুই পরিবর্তন
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে মেসির সামনে আরও একটি রেকর্ড আছে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ইতালির পাওলো মালদিনির বিশ্ব রেকর্ড ভেঙে দেবেন মেসি। বিশ্বকাপের মঞ্চে মেসির এখনও পর্যন্ত ম্যাচ টাইম মোট ২ হাজার ১০৪ মিনিট। কিংবদন্তি ডিফেন্ডার মালদিনি বিশ্বকাপে সবচেয়ে বেশি ২ হাজার ২১৭ মিনিট মাঠে থাকার রেকর্ড গড়ে শীর্ষে আছেন। সেই রেকর্ডে নাম লেখাতে হলে মেসিকে আরও ১১৩ মিনিট মাঠে থাকতে হবে।
]]>




