বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা
<![CDATA[
হারলেই বিদায়। কেউ কল্পনাও করেনি বিশ্বকাপের শুরুতেই এমন সমীকরণের মুখোমুখি হতে হবে টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকা লিওনেল মেসির আর্জেন্টিনাকে। সৌদি আরবের বিপক্ষে হারে এখন বিদায়ের শঙ্কায় কাঁপছে আলবিসেলেস্তেরা। মেক্সিকোর বিপক্ষে শনিবার (২৬ নভেম্বর) ডু অর ডাই ম্যাচে মাঠে নামছে হট ফেবারিট হিসেবে বিশ্বকাপের মঞ্চে আসা লিওনেল মেসির দল।
কাতারের মাটিতে পা রাখার আগে শিরোপার সম্ভাব্য দাবিদার হিসেবে আর্জেন্টিনার নাম ছিল শুরুর দিকেই। সৌদি আরবের বিপক্ষে শুরুটাও হয়েছিল চমৎকার। লিওনেল মেসির পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল আলবিসেলেস্তেরা। এরপর আধিপত্য ধরে রেখে আরও তিনটি গোল করলেও প্রতিটি গোলই কাটা পড়েছে অফসাইডের ফাঁদে। সৌদি আরবের কোচ হার্ভে রেনার্ডের হাইলাইন ডিফেন্স আর অফসাইড ট্রাপের কোন জবাব খুঁজে পাননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। এরপর দ্বিতীয়ার্ধে মেসিদের চমকে দিয়ে পাঁচ মিনিটের মধ্যে দুই গোল আদায় করে ম্যাচ জিতে নেয় র্যাঙ্কিংয়ের ৫১ নম্বরে থাকা সৌদি আরব। গ্রিন ফ্যালকনরা জন্ম দেয় বিশ্বকাপের ইতিহাসের অন্যতম বড় অঘটনের।
গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচটি এখন আর্জেন্টিনার জন্য ডু অর ডাই ম্যাচে পরিণত হয়েছে। মেক্সিকোর বিপক্ষে হারলেই গ্রুপ পর্বেই শেষ হয়ে যাবে লিওনেল মেসির দলের বিশ্বকাপ অভিযান। ৩৫ বছর বয়সী মহাতারকার হয়ত এটিই শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের সোনালী শিরোপাটা সে ক্ষেত্রে চিরঅধরাই থেকে যাবে এই মহাতারকার।
আরও পড়ুন:ভাগ্য এখনও আমাদের হাতে: আর্জেন্টিনা কোচ
তবে হার এড়াতে পারলেই বিশ্বকাপের মঞ্চে টিকে থাকবে আর্জেন্টিনা। সে ক্ষেত্রে শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ২ বা ততোধিক গোলের ব্যবধানে জয় পেতে হবে। দলের বর্তমান মানসিক অবস্থায় যা কঠিনই বটে।
মেক্সিকোর বিপক্ষে জয় পেলে বিশ্বকাপে অবশ্য ভালোভাবে টিকে থাকবে আর্জেন্টিনার আশা। এমনকি তখন শেষ ম্যাচে পোল্যান্ডকে হারালেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে মেসিরা।
এদিকে বাদ পড়ার শঙ্কা থাকলেও তা নিয়ে চিন্তা করতে নারাজ মেসির দল। নকআউট পর্বে ওঠার বিষয়ে শতভাগ আশাবাদী তারা। শুক্রবার (২৫ নভেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলটির ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ বলেছিলেন, ‘আগামীকাল আমাদের জন্য ফাইনাল। আমাদের যতটুকু সক্ষমতা আছে, তা দেখানোর সময়ই এটা।’
বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব (বাদ পড়া) নিয়ে আমাদের কোনো কথাই হয়নি। কোনো চাপ নেই আমাদের। আমাদের নিজেদের কাজের প্রতি আস্থা আছে। আস্থা আছে কোচিং স্টাফের ওপরও। আমরা শান্তই আছি।’
আরও পড়ুন:পোল্যান্ডের জয়ে যেমন হলো আর্জেন্টিনার নকআউটের সমীকরণ
মেক্সিকোর বিপক্ষে নামার আগে ইতিবাচক কথা বললেন আর্জেন্টিনা কোচও। সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেন, সামনের দিনগুলোতে কী হবে তা এখন তাদের ওপরই নির্ভর করছে।
তিনি বলেন, ‘আমাদের দল ভালো অবস্থায় আছে। সৌভাগ্যবশত সবকিছু এখনও আমাদের ওপরই নির্ভর করছে। আমরা এখন এই বিষয়েই ভাবছি। আমি সবাইকে বলেছি, ছেলেরাও এটি বলেছে যে, আমরা মাঠে সর্বোচ্চটা নিংড়ে দেব। আমাদের সেই বিশ্বাস আছে। কারণ একটি পরাজয় আমাদের অর্জনে কালি লেপন করতে পারে না।’
]]>




