বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তামিমের ভবিষ্যদ্বাণী
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের পর্দা উঠছে রোববার (১৬ অক্টোবর)। এশিয়া কাপের পর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে অস্ট্রেলিয়ায় পা রেখেছে টাইগাররা। দুটি টুর্নামেন্টেই দল নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা এবং পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে ওপেনিং জুটিতে চলেছে কাটাছেঁড়া। যদিও ফলাফল আসেনি তাতেও। তবে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বিশ্বাস করেন, বিশ্বকাপে তিন ম্যাচ জেতার সামর্থ্য রাখে বাংলাদেশ। যদিও কোন তিন ম্যাচ জেতার সামর্থ্য রাখে বাংলাদেশ, তা বলেননি তামিম।
ক্রীড়াবিষয়ক একটি সাইটকে দেয়া এক সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ তিন ম্যাচ জেতার সামর্থ্য রাখে। যদি তিন ম্যাচ জিততে পারি আমরা, তাহলে আমি খুব খুশি হব। আর আমাদের এই তিন ম্যাচ জেতার সামর্থ্যও আছে।’
আরও পড়ুন: বড় কোন প্রত্যাশা না থাকলেও সৌম্য দিচ্ছেন স্বস্তি
টি-টোয়েন্টিতে যে বাংলাদেশের সময়টা এখন বা কয়েক মাস ধরে খারাপ যাচ্ছে তা নয়। এই ফরম্যাটে কখনোই নিজেদের মেলে ধরতে পারেনি টাইগাররা। তবে কেন এমন বিশ্বাস করেন তামিম যে এবারের বিশ্বকাপে বাংলাদেশের তিন ম্যাচ জেতার সামর্থ্য আছে, তাও খুলে বলেছেন বাংলাদেশ দলের ওপেনার। তামিম বলেন, ‘আমি জানি, কারণ আমি তাদের সঙ্গে খেলি। মানুষ টি-টোয়েন্টিতে আমাদের যতটা খারাপভাবে আমরা ততটা খারাপ না। আমরা যদি প্রথম (বিশ্বকাপে) দুই ম্যাচের মধ্যে একটা জিততে পারি, তাহলে আমাদের খেলার মোড় ঘুরিয়ে দেবে।’
এদিকে টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার খেলা। তবে এদিগেই পিছিয়ে আছে বাংলাদেশের খেলোয়াড়রা। অনেকের মতো তামিমও মনে করেন সামর্থ্যের ঘাটতি আছে বলেই আমাদের ব্যাটসম্যানরা এদিকে পিছিয়ে আছেন। তবে তামিম মনে করেন প্রত্যেকটা খেলোয়াড়েরই আলাদা আলাদা প্রতিভা আছে।
তামিম বলেন, ‘আপনি বলতে পারেন যে আমাদের খেলোয়াড়রা বিগ হিটিংয়ে ব্যর্থ। তবে আপনি যদি পোলার্ড ও আফিফের দিকে তাকান তাহলে বিষয়টা লক্ষ্য করবেন। পোলার্ড তার মিস হিটেও ছক্কা হাঁকাতে পারে। কিন্তু আফিফ তা পারে না। কিন্তু আফিফ এমন কিছু শট মারার সামর্থ্য রাখে যা পোলার্ড পারে না। আমি এই দুজনকে কম্পেয়ার করছি না তবে আমি শুধু ধারণা দিলাম যে আমাদের খেলোয়াড়রাও ভিন্ন কিছু করার সামর্থ্য রাখে।’
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় সাকিবদের জন্য নতুন কী চ্যালেঞ্জ
র্যাংকিংয়ে সেরা আটে থাকায় এবার বিশ্বকাপে প্রথম পর্বে খেলতে হচ্ছেনা বাংলাদেশের। সরাসরি সুপার টুয়েলভে খেলবে সাকিব আল হাসানের দল। ২৪ অক্টোবর প্রথম পর্বের ‘এ’ গ্রুপের দ্বিতীয় দলের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।
]]>




