বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য মনে করিয়ে দিলেন সাকিব
<![CDATA[
নেদারল্যান্ডসের কাছে অপ্রত্যাশিতভাবে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়ার। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা। শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে লাল-সবুজের। বিশ্বকাপে যাত্রা শেষ হলেও বাংলাদেশের সাফল্য মনে করিয়ে দিলেন অধিনায়ক সাকিব আল হাসান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টাইগারদের দুই জয়। বাংলাদেশের সামনে হাতছানি ছিল ইতিহাস গড়ে সেমিফাইনালে খেলার। তবে বাজে ব্যাটিং-বোলিং ও বিতর্কিত আম্পায়ারিংয়ে স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজের।
রোববার (২ নভেম্বর) অ্যাডিলেডে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে এদিন ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে বড় টার্গেট দিতে পারেনি বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৭ রান তোলে সাকিবের দল।
সহজ টার্গেট তাড়া করতে নেমে মাঝে কিছুটা বিপর্যয় ছাড়া বলতে গেলে বেশি বেগ পেতে হয়নি পাকিস্তানকে। সেমি নিশ্চিত করার ম্যাচে ১১ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় পায় বাবর আজম বাহিনী।
আরও পড়ুন: প্রোটিয়াদের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন শচীন
এই হারে আরও একবার বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষ হলো সুপার টুয়েলভেই। তবে ম্যাচ শেষে সাকিব জানালেন, ফলাফলের দিক থেকে এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সেরা পারফরম্যান্স।
বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, মধ্যবর্তী অবস্থায় হাফওয়ে আমরা ৭০/১ ছিলাম। এরপর ১৪৫-১৫০ এর কাছাকাছি যেতে চেয়েছিলাম। এই পিচে খুবই যৌক্তিক স্কোর হতো। জানতাম নতুন ব্যাটসম্যানদের জন্য এটা কঠিন হবে। তাই সেট ব্যাটসম্যানদের শেষ পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলাম আমরা, কিন্তু তা হয়নি। তবে ফলাফলের দিক থেকে, এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের সেরা পারফরম্যান্স। আরও যদিও ভালো করতে পারতাম।
টাইগার অধিনায়ক বলেন, যা সামর্থ্য ছিল, তা অনুযায়ী সেরা পারফর্ম্যান্স এটা। নতুন ছেলেরা দলে এসেছে। এ ছাড়াও আরও অনেক পরিবর্তন এসেছে। ফলে আমাদের যা সামর্থ্য ছিল, তাতে সর্বোচ্চ এটাই অর্জন করতে পারতাম আমরা।
আরও পড়ুন: স্বপ্নভঙ্গ বাংলাদেশের, সেমিফাইনালে পাকিস্তান
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজুড়ে সাকিব নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ব্যাট হাতে ছিলেন একেবারেই ছন্দহীন। ৫ ম্যাচ খেলে মোটে ৪৪ রান করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। যদিও বল হাতে মোটামুটি ভালো করেছেন তিনি।
এ বিষয়ে সাকিব আল হাসান বলেন, আমার নিজের পারফরম্যান্স নিয়ে বললে, আমি আরও ভালো করতে পারতাম। যতক্ষণ আমি ফিট, ততক্ষণ পারফর্ম করছি। আমি খেলতে চাই।
]]>




