বিশ্বকাপ উপলক্ষে অন্যান্য দেশের ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনছে কাতার
<![CDATA[
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কাতারে ভ্রমণ করবে লাখ লাখ পর্যটক। সেটা মাথায় রেখে কাতার বিমান কর্তৃপক্ষ কমিয়ে এনেছে তাদের অন্যান্য দেশের সঙ্গে ফ্লাইট। শুধু যারা বিশ্বকাপে অংশ নেবে সেসব দেশের পর্যটকদের জন্য করা হয়েছে ব্যবস্থা। বাড়ানো হয়েছে ফ্লাইট। চার্টার ফ্লাইট ও প্রাইভেট জেটের ব্যবস্থাও থাকছে পর্যটকদের জন্য।
ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র এক মাস বাকি। এরই মধ্যে আয়োজক দেশ কাতার সেরে ফেলেছে তাদের সব রকম প্রস্তুতি। ৫ কনফেডারেশনের মোট ৩২ টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে কাতার বিশ্বকাপে। এই ৩২ দলের ফুটবলার থেকে শুরু করে কোচিং স্টাফ, ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই যাবেন কাতারে। এমনকি এসব দেশের পর্যটকরাও ভিড় করবেন দেশটিতে। তাই তাদের ভ্রমণ নিশ্চিত করতে দেশটির বিমান কর্তৃপক্ষ কমিয়ে এনেছে অন্যান্য ফ্লাইট।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে বড় হোঁচট ব্রাজিল শিবিরে
কাতার বিমানের প্রধান নির্বাহী আকবর আল বাকের বলেন, ‘বিশ্বকাপ উপলক্ষে কাতার ভ্রমণ করতে যেসব পর্যটক আসবেন তাদের জন্য হামাদ ইন্টারন্যাশনালে নতুন ফ্লাইট চালু করা হচ্ছে। এ জন্য কমিয়ে ১৮টি গন্তব্যের ফ্লাইট আমরা তুলে নিয়েছি। অন্যান্য দেশের সঙ্গে কাতারের যোগাযোগব্যবস্থা রক্ষার চেয়ে আমাদের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ হলো, এবার বিশ্বকাপে যারা অংশ নিতে যাচ্ছে, সেসব দেশের পর্যটকরা যেনো সহজেই কাতার আসতে পারে।’
বিশ্বকাপ উপলক্ষে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে অপারেট করা হচ্ছে দুই ধরনের ফ্লাইট। যেখানে পর্যটকদের জন্য থাকবে দৈনিক ৫০০ ফ্লাইটের ব্যবস্থা। এর বাইরেও থাকছে চার্টার ফ্লাইট ও প্রাইভেট জেটের ব্যবস্থাও।
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সিওও বদর মোহাম্মেদ আল মীর বলেন, ‘দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা দুই ধরনের ফ্লাইট অপারেট করছি। একটা শাটেল ফ্লাইট আরেকটা চার্টার। শাটেল ফ্লাইটে দিনে প্রায় ৫০০ ফ্লাইট থাকবে। আর চার্টারে এখনো অনেক আবেদন পড়ছে। আমরা সব পেলে একটা চূড়ান্ত তালিকা তৈরি করব। এরপর ঘোষণা করব ফ্লাইটের সূচি।’
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ /প্রাথমিক স্কোয়াড জমা দেয়ার সময় বেঁধে দিল ফিফা
বিশ্বকাপ উপলক্ষে কাতারে প্রায় ১২ লাখ পর্যটক ভ্রমণ করবে বলে প্রত্যাশা আয়োজকদের।
]]>




