বিশ্বকাপ উপলক্ষে কাতারে পৌঁছেছে বিশালাকার জাহাজ
<![CDATA[
বিশ্ব বিখ্যাত ক্রুজ শিপ এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা এখন কাতারে। বিশ্বকাপ উপলক্ষে যে তিনটি প্রমোদ তরীর ব্যবস্থা করেছে আয়োজক দেশ তার প্রথমটি এসে পৌঁছেছে। দর্শকদের জন্য এই ক্রুজ শিপটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেয়া হবে আগামী রোববার (১৩ নভেম্বর)। প্রতিটি শিপে ৬ হাজার ৭০০ জন অতিথি থাকতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এমন বিলাসবহুল প্রমোদ তরী নিশ্চিতভাবেই বিশ্বকাপের সৌন্দর্য বাড়িয়ে দেবে আরও বহুগুণ। বিশাল জনগোষ্ঠীর আবাসন সংকটের চ্যালেঞ্জ নেয়া কাতার এখন দর্শকদের অপেক্ষায় রেখেছে দারুণ কিছুর। দোহা পোর্টে এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা ভিড়িয়ে সে বার্তাই যেন দিয়ে রাখল আয়োজকরা। শিপে রয়েছে ৩৩টি রেস্তোরাঁ। এ ছাড়াও বাম্পার কার, রোলার ডিসকো, ড্রোন একাডেমিসহ রয়েছে উপভোগের নানা অনুসঙ্গ। যা ২৪ ঘণ্টাই উন্মুক্ত থাকবে দর্শণার্থীদের জন্য।
আরও পড়ুন: চোট নিয়েই সেনেগালের বিশ্বকাপ দলে মানে
এমএসসি ক্রুজের দায়িত্বে থাকা বার্নার্ড স্ট্যাচার বলেন, এটা আসাধারণ এক জাহাজ। এখানে যারা থাকবে তারাই বুঝতে পারবে এটা কতটা বিলাসবহুল। বিশ্বকাপ উপলক্ষে এই জাহাজ বিশেষভাবে সাজানো হয়েছে। আমরা আশা করছি অতিথিরা এই জাহাজের সুবিধাসমূহ উপভোগ করবেন।
দর্শক সুবিধা বিবেচনায় নিয়ে এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা নোঙর করেছে দোহা ওল্ড পোর্টে। যেখান থেকে ফ্যান ভিলেজগুলো খুবই কাছে। এ ছাড়াও এখান থেকে ৯৭৪ স্টেডিয়াম এবং ক্রনিক স্ট্রিট যাতায়াত করতে বেশি সময় লাগবে না।
আরও পড়ুন: উরুগুয়ের যে ২৬ খেলোয়াড় এবার কাতার যাচ্ছে
বিশ্বকাপ আবাসন ব্যবস্থার নির্বাহী পরিচালক ওমর আল জাবের এ সম্পর্কে বলেন, সবার আগে দর্শক চাহিদা। তারা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, এ জন্যই এই জাহাজ আমরা এখানে নোঙর করিয়েছি। এখান থেকে বিভিন্ন স্টেডিয়ামে যাওয়া খুবই সহজ হবে। এ ছাড়াও দুটো মেট্রোর প্রধান স্টেশন এখানেই আছে।
]]>