বিশ্বকাপ উপলক্ষে টিভির দোকানে ভিড়
<![CDATA[
জার্সি-পতাকা বিক্রির পাশাপাশি বিশ্বকাপ উপলক্ষে টিভির দোকানে খেলাপ্রেমী মানুষের ভিড় বেড়েছে। সাধ আর সাধ্যের মধ্যে মিল রেখে খেলা দেখার জন্য টিভি কিনছে ক্রেতারা। বিশ্বকাপ উপলক্ষে ব্রান্ডগুলোও দিচ্ছে বাহারি অফার। মিড বাজেটের টিভিগুলো কেনার প্রতি ঝোঁক বেশি দর্শকদের।
বিশ্বকাপ আসলেই মাঠে-ঘাটে বড় পর্দায় খেলা দেখার ধুম। চায়ের কাপে ঝড় তোলে ফুটবল। বন্ধু-বান্ধবদের সঙ্গে খেলা দেখতে দেখতে আড্ডা জমে ওঠে। কিন্তু সবার তো সেই সুযোগ হয়ে ওঠে না। তাদের চোখ রাখতে হয় টিভি পর্দায়। পরিবার নিয়ে সেখানেই ফুটবল নেশায় বুঁদ হতে হয়।
বিশ্বকাপ এলেই টিভি কেনার ধুম পড়ে। বিক্রি বেড়ে যায়। ব্রান্ডগুলো বিভিন্ন অফারে গ্রাহক টানার চেষ্টা করছে। সাধ আর সাধ্য অনুযায়ী মানুষ টিভি কিনছে।
ক্রেতারা বলছেন, ৪ বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়। এ সময়টাতে অনেক আনন্দ কাজ করে। ভালো করে খেলা উপভোগ করার জন্য নতুন টিভি কিনতে আসলাম। বড় পর্দায় খেলা দেখার আনন্দই অন্য রকম।
আরও পড়ুন: বিশ্বকাপের উন্মাদনায় ভাসছেন বগুড়ার আর্জেন্টাইন সমর্থকরা
নতুন টিভিতে খেলা দেখতে ছোটদের উত্তেজনা যেনো আরও বেশি। প্রিয় দলকে সমর্থন যোগাতে টিভি সেটের সামনে দিনভর বসে থাকা। কাতারে গিয়ে খেলা দেখা তো বেশির ভাগ মানুষের জন্যই স্বপ্ন, দুঃসাধ্য। তাদের ভরসা তাই টিভিতেই।
বেচা কেনা বাড়ায় খুশি দোকানিরা। মিড বাজেটের টিভিগুলোর দিকেই বেশি ঝোঁক দর্শকদের। বিক্রেতারা বলছেন, বিশ্বকাপ উপলক্ষে টেলিভিশন ভালোই বিক্রি হচ্ছে। আর এই সময়টাতে ডিসকাউন্টও দেয়া হচ্ছে।
বড় পর্দা কিংবা ছোট পর্দা। খেলা যেখানেই দেখা হোক তাতে বাঙালির আনন্দ থেমে থাকে না এতটুকু।
]]>




