বিনোদন

বিশ্বকাপ উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব ফিফা সভাপতির

<![CDATA[

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযানের মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। চলমান যুদ্ধে অসংখ্য প্রাণহানি ছাড়াও ধ্বংস হয়েছে অবকাঠামো। এই যুদ্ধে গৃহহারা হয়েছে অসংখ্য মানুষ। দুদেশের লাখ লাখ মানুষ পালিয়েছেন দেশ ছেড়ে।

যুদ্ধ থামানো বা বিরতির জন্য প্রতিনিয়ত চেষ্টা চলছে। রাজনৈতিক সংকট থেকে যুদ্ধ হলেও ফুটবলকে যুদ্ধ থামানোর হাতিয়ার হিসেবে ব্যবহারের কথা ভাবছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপকে উপলক্ষ ধরে যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য রাশিয়া ও ইউক্রেনের নেতাদের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে শীর্ষ ২০ অর্থনীতির দেশের সম্মেলন ‘গ্রুপ অব ২০’ বা জি-২০-এর নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন ফিফার সভাপতি। সেখানে সবার প্রতি শান্তির বার্তা দিয়ে ইনফান্তিনো বলেন, এই বিশ্বকাপ সব মতভেদের ঊর্ধ্বে উঠে সবাইকে যুদ্ধবিরতির একটা সুযোগ দিতে পারে।

আরও পড়ুন:কাতার বিশ্বকাপে ‘সন্ত্রাসী হামলার ছক কষছে’ আইএস

তিনি আরও বলেন, ‘আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, বিশ্বকাপ চলাকালীন এক মাসের জন্য অস্থায়ী যুদ্ধবিরতি কিংবা অন্তত মানবিক দিক বিবেচনায় কিছু দিক উন্মোচন করার কথা ভাবুন। অথবা কিছু একটা করুন, যেখান থেকে শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ নেয়া হবে।’

ফুটবল ও বিশ্বকাপকে একতার মঞ্চ আখ্যায়িত করে ইনফান্তিনো বলেন, ‘আপনারা বিশ্বনেতা, ইতিহাসের গতিপথ প্রভাবিত করার ক্ষমতা আপনাদের আছে। ফুটবল ও বিশ্বকাপ আপনাদের এবং সারা বিশ্বকে একতা ও শান্তি প্রতিষ্ঠার অনন্য এক মঞ্চ তৈরি করে দিচ্ছে।’

আগামী ২০ নভেম্বর কাতারের আল বায়েত স্টেডিয়ামে কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের। ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর। এবারের আসরে রাশিয়া বা ইউক্রেন দুদলের কেউই সুযোগ পায়নি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!