নভেম্বর-ডিসেম্বরে কাতার বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শক-সমর্থকদের সুখবর দিল আরব আমিরাত ও গালফ ক্যারিয়ারস বিমান কর্তৃপক্ষ। বিশ্বকাপ দেখতে আসা দেশ-বিদেশের ভক্ত-সমর্থকদের যাতায়াত সহজ করতে বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। সেই সঙ্গে বাড়ছে তাদের বহরের ফ্লাইটসংখ্যাও।
বিশ্বকাপের এক মাস অন্য যেকোনো সময়ের চেয়ে কম ভাড়ায় কাতারের রাজধানী দোহায় যেতে পারবে বিশ্বকাপ দেখতে আসা দর্শকরা। ২০ নভেম্বর থেকে দুবাই থেকে দোহার ভাড়া হবে ১৭০০ দিরহামের কিছু বেশি, যা বর্তমানে ২২০০ দিরহামের কাছাকাছি।
আমিরাতভিত্তিক গালফ নিউজ আরও জানিয়েছে, আবুধাবি থেকে বিমানে দোহা যেতে গুনতে হবে ১ হাজার থেকে ৬ হাজার দিরহাম পর্যন্ত। রিয়াদ ও জেদ্দা থেকে ভাড়া হচ্ছে ১৪০০ দিরহামের কাছাকাছি।
এদিকে গালফ ক্যারিয়ারের মধ্যে সবশেষ এয়ারলাইনস হিসেবে বিশ্বকাপের সময় ফ্লাইটসংখ্যা বাড়াচ্ছে এয়ার এরাবিয়া। বিশ্বকাপ চলাকালীন প্রতিদিন শারজা থেকে দোহার মধ্যে ১৪টি শাটল ফ্লাইট পরিচালনা করবে আরব অঞ্চলের এই সাশ্রয়ী এয়ারলাইনস।
বিশ্বকাপ উপলক্ষ্যে ফ্লাইটসংখ্যা বাড়াচ্ছে ইতিহাদ এয়ারওয়েজও। প্রায় আড়াই গুণ বাড়ছে তাদের সাপ্তাহিক ফ্লাইটসংখ্যা। বিশ্বকাপ চলাকালীন আবুধাবি থেকে দোহায় প্রতি সপ্তাহে ৪২টি ফ্লাইট পরিচালনা করবে বিশ্বখ্যাত এই এয়ারওয়েজ। বর্তমানে এই রুটে তাদের সাপ্তাহিক ফ্লাইটসংখ্যা ১৮টি। বিশ্বকাপ দেখতে পুরো সময়টায় প্রায় ১২ লাখ বিদেশি দর্শক কাতারে যাবে।
মাস দুয়েক আগে মধ্যপ্রাচ্য থেকে দোহার ভাড়া ছিল ৭ হাজার দিরহামেরও বেশি। তবে বিশ্বকাপে পাল্টাবে পরিস্থিতি। বিশ্বকাপ উপলক্ষ্যে মাসব্যাপী শাটল ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ফ্লাই দুবাই ও সৌদিয়া কর্তৃপক্ষ।
ফ্লাই দুবাইয়ের শাটল ফ্লাইটে ম্যাচের দিন ভ্রমণে ইকোনমি ক্লাসে ন্যূনতম খরচ পড়বে ৯৫০ দিরহাম এবং বিজনেস ক্লাসে ন্যূনতম ৩৬৬৫ দিরহাম। টিকিটের দামেই তারা পাবে হালকা খাবার।
গালফের বাহিরে বিশ্বকাপ উপলক্ষ্যে ফ্লাইটের ব্যবস্থা করার পরিকল্পনা করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসও (পিআইএ)। তারা জুলাই থেকেই করাচি ও লাহোর থেকে দোহার কানেক্টিং ফ্লাইট পরিচালনা করবে।
তবে জানা গেছে এসব শাটল ফ্লাইটে থাকবে না কোনো ব্যাগেজ ক্যারিয়ার। তাই নিজেদের প্রয়োজনীয় বস্তু বহন করতে হবে সঙ্গে থাকা হাতব্যাগেই। এসব ব্যাগে ইকোনমি ক্লাসে সর্বোচ্চ ৭ কেজি ও বিজনেস ক্লাসে সর্বোচ্চ ১৪ কেজি পর্যন্ত বস্তু বহন করতে পারবেন।
এই ফ্লাইটগুলো দোহা যেতে হলে পূরণ করতে হবে নির্দিষ্ট কিছু শর্ত। যার প্রথমটি ফিফা বিশ্বকাপের ম্যাচ টিকিট, যা ভিসা হিসেবেও কাজ করবে। ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে ফ্লাইট পৌঁছে যাবে দোহায়। ম্যাচ শেষ হওয়ার চার ঘণ্টা পর হবে ফিরতি ফ্লাইট।
Itís difficult to find knowledgeable people in this particular subject, however, you seem like you know what youíre talking about! Thanks