বিশ্বকাপ দলে নিজের জায়গা নিয়ে নিশ্চিত নন নেইমার
<![CDATA[
তিউনিসিয়াকে উড়িয়ে কাতার বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে ব্রাজিল। তবে এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি সেলেসাওরা। তারকা ফুটবলারদের ছড়াছড়িতে যে দলে জায়গা পাবার ব্যাপারে অনিশ্চিত নেইমার থেকে শুরু করে সব ফুটবলার। যদিও দলে জায়গা পাবার দুশ্চিন্তা একপাশে রেখে, ষষ্ঠ শিরোপা জয়ে পূর্ণ মনোযোগ তিতের শিষ্যদের।
বড় জয়ে কাতার বিশ্বকাপের প্রস্তুতি শেষ ব্রাজিলের। বৈশ্বিক এই আসরের আগে, আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলবে না ৫ বারের চ্যাম্পিয়নরা। প্রীতি ম্যাচ হলেও, তিউনিসিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের সাক্ষী হয় ফুটবলবিশ্ব। ২২ ফাউলের পাশাপাশি, ৫ হলুদ কার্ড। নেইমারকে ফাউল করে লাল কার্ড-ও দেখেন একজন।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপের দুই ফাইনালিস্ট বেছে নিল গুগল!
এই ম্যাচে গোল করে, পেলের সঙ্গে ব্যবধানটা আরো কমিয়েছেন নেইমার। সেলেসাওদের হয়ে সর্বোচ্চ গোলদাতা হতে তার গোল দরকার আর মোটে দুটি। তবে ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় হলেও, বিশ্বকাপ স্কোয়াডে নিজের জায়গা পাবার ব্যাপারে নিশ্চিত নন নেইমার।
নেইমার জুনিয়র বলেন, ‘দুশ্চিন্তা হচ্ছে কিনা? যতক্ষণে না আমরা নিজেদের নাম বিশ্বকাপ স্কোয়াডে দেখছি, এই দুশ্চিন্তা থাকবেই। আমি নিশ্চিত, সব খেলোয়াড়রাই এখন উদ্বিগ্ন, চিন্তা করছে তিতের লিস্টের জায়গা পাবার ব্যাপারে।’
রাশিয়া বিশ্বকাপের শেষ আটে, ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজে বেলজিয়ামের কাছে। সে ক্ষত এখনো দাগ কেটে আছে সেলেসাও ফুটবলারদের মনে। শেষ চার বছরে, মনোযোগ কেবল কাতার বিশ্বকাপকে ঘিরে।
এদিকে টটেনহ্যাম স্ট্রাইকার রিচার্লিসন বলেন, ‘সবশেষ বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হারার পর থেকেই আমাদের পুরো মনোযোগ বিশ্বকাপকে ঘিরে। আপনি চান বা না চান, এটাই আমাদের শেষ সুযোগ এবং আমরা আমাদের পরিশ্রমের প্রমাণ রাখতে চাই।’
আরও পড়ুন: তিতের দাবি /‘নেইমারকে বিশ্বকাপ থেকে ছিটকে দিতে চেয়েছিল তিউনিসিয়া’
নভেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল। কাতার বিশ্বকাপে গ্রুপ ‘জি’র ম্যাচে তিতের শিষ্যদের প্রথম প্রতিপক্ষ সার্বিয়া।
]]>




