বিশ্বকাপ ফাইনালের তিনদিনের মধ্যেই অনুশীলনে এমবাপ্পে
<![CDATA[
কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে একাই টেনেছেন পিএসজির তারকা কিলিয়ান এমবাপ্পে। করেছেন হ্যাটট্রিক, গড়েছেন রেকর্ড। তবুও শিরোপা জেতাতে পারেননি ফ্রান্সকে। বিশ্বকাপ ফাইনালের হতাশা ভুলে তিন দিনেরও কম সময়ে অনুশীলনে ফিরেছেন এমবাপ্পে।
বিশ্বকাপ ফাইনাল খেলায়, ছুটি নেয়ার আরও সুযোগ ছিল এমবাপ্পের কাছে। তবে সে সুযোগটা কাজে লাগাননি পিএসজি তারকা। ফাইনাল খেলার ৭২ ঘণ্টার আগেই পিএসজির অনুশীলনে ফিরেছেন বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা এই ফরাসি তারকা।
বুধবার (২১ ডিসেম্বর) পিএসজির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় দেখা গেছে তিনি দলে যোগ দিচ্ছেন যখন, তাকে বরণ করে নিয়েছেন পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের।
আরও পড়ুন: প্রথমার্ধ শেষে এমবাপ্পে সতীর্থদের যা বলেছিলেন
এদিকে এমবাপ্পে দলে ফিরলেও ছুটি কাটানোর সুযোগটা ঠিকই কাজে লাগিয়েছেন তার দুই সতীর্থ লিওনেল মেসি ও পারাদেস। ৩৬ বছর পর বিশ্বকাপ জেতায় নিজ দেশে ছুটি কাটাচ্ছেন মেসি-পারাদেস। বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, আর্জেন্টিনার খেলোয়াড়রা পিএসজির অনুশীলনে ফিরবেন জানুয়ারির প্রথম সপ্তাহে। এদিকে মরক্কোকে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে তোলার নায়ক এখনো আছেন ছুটিতে।
পিএসজির খেলোয়াড়দের মধ্যে এমবাপ্পে, হাকিমি ও মেসি ছাড়াও বিশ্বকাপে খেলেছিলেন কার্লোস সোলের, পাবলো সারাবিয়া, ভিতিনিয়া ও কেইলর নাভাস। ছুটি শেষ করে তারা ইতোমধ্যেই পিএসজির ক্যাম্পে ফিরে গেছেন, অনুশীলনও শুরু করে দিয়েছেন সবাই।
]]>




