বিশ্বকাপ শেষ হলেও শেষ হয়নি ফুটবল উন্মাদনা
<![CDATA[
বিশ্বকাপ ফুটবল শেষ হতে না হতেই জমে উঠেছে ক্লাব ফুটবলের বাজার। লিগ ফুটবলে কোন ক্লাব কাকে দলে টানবে তা নিয়ে চলছে নানা গুঞ্জন। কোডি গ্যাকপো, ডমিনিক লিভাকোভিচ, জোসকো গাভার্দিওলের মতো উদীয়মান তারকাদের নিজ ক্লাবে ভেড়াতে ইতোমধ্যেই প্রতিযোগিতায় নেমেছে ইউরোপের শীর্ষে থাকা ক্লাবগুলো। এ ছাড়াও গুঞ্জন আছে আঁতোয়া গ্রিজম্যান, এমিলিয়ানো মার্তিনেজের দলবদল নিয়েও।
বিশ্বকাপের উন্মাদনা শেষ হলেও হয়নি ফুটবল উন্মাদনা। ২৬ ডিসেম্বর থেকেই আবারো শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ২৮ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ‘লিগ ওয়ান’। এ ছাড়া ২৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে লা লিগার দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ।
আরও পড়ুন: প্রথমার্ধ শেষে এমবাপ্পে সতীর্থদের যা বলেছিলেন
লিগ সামনে রেখে উদীয়মান তারকা প্লেয়ারদের দলে ভেড়াতে চেষ্টার কোন কমতি রাখছে না ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। ইতোমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেড ২২ বছর বয়সী নেদারল্যান্ডসের কোডি গ্যাকপোকে দলে ভেড়াতে চাচ্ছে বলে গুঞ্জন উঠেছে। পরিসংখ্যান অনুযায়ী এ মৌসুমে এখন পর্যন্ত দারুণ ফর্মে আছেন গ্যাকপো। এই ফরোয়ার্ডকে ছাড়তে ৪৫ মিলিয়ন পাউন্ড মূল্য হাকিয়েঁছে পিএসভি।
আরেক উদীয়মান খেলোয়ার ক্রোয়েশিয়া ডিফেন্ডার জোসকো গাভার্দিওল। ২০ বছর বয়সে যে কিনা তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকাপ ফুটবলে। কাতার আসরের অন্যতম সেরা ডিফেন্ডার ছিলেন তিনি। এই ডিফেন্ডারকে দলে ভেড়াতে ১৮ মিলিয়ন পাউন্ড দিতে রাজি আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
উদীয়মানদের তালিকায় আছে ক্রোয়েশিয়ার ২৭ বছর বয়সী গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। কাতার আসরে যার অসাধারণ গোলকিপিং নজর কেড়েছে সবার। গুঞ্জন শোনা যাচ্ছে, ১০ মিলিয়নের বিনিময়ে হলেও তাকে দলে ভেড়াতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড।
এদিকে উদীয়মান না হলেও দলবদলের গুঞ্জন আছে, ফ্রান্সের আঁতোয়া গ্রিজম্যানকে নিয়েও। তাকে দলে নিতে চেষ্টা চালাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এজন্য অ্যাতলেটিকো মাদ্রিদকে ৫২.৫ মিলিয়ন পাউন্ড প্রস্তাব দিয়েছে রেড ডেভিলরা। তবে, ইউনাইটেডে যাওয়া নিয়ে এখনো কোন সিদ্ধান্ত জানাননি তিনি।
আরও পড়ুন: মরক্কোতে হাকিমিদের রাজকীয় সংবর্ধনা
কাতার বিশ্বকাপে আসরের সেরা গোলরক্ষক ৩০ বছর বয়সী এমি মার্টিনেজ। অসাধারণ গোলকিপিংয়ে শিরোপা জিতিয়েছেন আর্জেন্টিনাকে। সঙ্গে গোল্ডেন গ্লাভসও করে নিয়েছেন নিজের নামে। তাকে দলে ভেড়ানোর জন্য সব ক্লাবই মুখিয়ে থাকবে এটাই স্বাভাবিক। বায়ার্ন মিউনিখ গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার ইনজুরিতে পড়ায় এরই মধ্যে মার্টিনেজকে দলে নিতে অ্যাস্টন ভিলাকে প্রস্তাব দিয়েছে বায়ার্ন।
]]>




