বাংলাদেশ

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যা বলছেন ইংলিশ তারকারা

<![CDATA[

সাদা বলের দুই ক্রিকেটেই এখন বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জেতা ইংল্যান্ড এবার অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও জিতে নিয়েছে শিরোপা। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় জস বাটলারের দল। ৩ বছরের ব্যবধানে দুই সংস্করণের বিশ্বচ্যাম্পিয়ন হয়ে উদ্‌যাপনে মেতেছে ইংলিশরা। শিরোপা জিতে গণমাধ্যমের সামনে জানিয়েছে নিজেদের অনুভূতি।

গোটা আসরে দুর্দান্ত খেলেছে ইংল্যান্ড। বিস্ফোরক ব্যাটারে সমৃদ্ধ দলটা প্রতিম্যাচেই ব্যাট হাতে রেখেছে নিজেদের সামর্থের স্বাক্ষর। সেমিফাইনালে ভারতকে নিয়ে তো রীতিমতো ছেলেখেলা করেছেন দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। তবে ফাইনালে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেনি ইংল্যান্ডের দুই ওপেনার। অ্যালেক্স হেলস করেছেন মাত্র ১ রান। ১৭ বলে ২৬ রান করে আউট হয়ে গেছেন অধিনায়জক জস বাটলারও। তবে অলরাউন্ডার বেন স্টোকসের ব্যাটে ভর করে সহজ জয়ই পেয়েছে ইংলিশরা।

ফাইনালে দলের জয়ে খুব একটা অবদান না রাখতে পারলেও শিরোপা জয়ে দারুণ খুশি ৬ বছর পর দলে ফেরা অ্যালেক্স হেলস।

তিনি বলেন, অবিশ্বাস্য একটা অনুভূতি। অনেকটা বরফজমা কেক খাওয়ার মতো। ওদের বোলিং আক্রমণটা বেশ উন্নত মানের। ওই বলটা (যে বলে তিনি  আউট হন) বেশ ভালো ছিল, আমার পা সামনে চলে এসেছিল।

আরও পড়ুন:ফাইনাল ও আসরের সেরা খেলোয়াড় স্যাম কুরান

৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। সে সময়ে বেন স্টোকসের সঙ্গে জুটি বেঁধে ইংল্যান্ডকে কক্ষপথে ফেরান হ্যারি ব্রুক। ২৩ বলে ২০ রানের ইনিংসটার মাহাত্ম্য তাই খুব একটা কম নয়। তিনি বলেন, আমি সবসময় ভেবেছি এই স্কোয়াড নিয়েই আমরা এই বিশ্বকাপ জিততে পারব। এটা একটা অসাধারণ দিন ছিল।

বড় ইনিংস খেলতে না পারলেও লো স্কোরিং ম্যাচে মঈন আলির ১২ বলে ১৯ রানের ইনিংসটি দলের চাপ কমিয়েছে বেশ। পাকিস্তানি বংশদ্ভুত এই ইংলিশ খেলোয়াড়ও দারুণ খুশি বিশ্বচ্যাম্পিয়ন হয়ে।

তিনি বলেন, এটা আমার ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম সেরা দিন। একটি দুর্দান্ত পাকিস্তান দলের বিপক্ষে জয়টা আনন্দের ছিল। দারুণ কিছু শট খেলেছে স্টোকস।

অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের মঞ্চে কয়েক ম্যাচে হারলেও দলের প্রতি ভরসা রেখেছিলেন পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। তিনি মনে করেন, চাপটা ভালোভাবে সামলাতে পারায় ইংলিশদের জয়টা সম্ভব হয়েছে।

তিনি বলেন, অস্ট্রেলিয়ায় আমরা কয়েকটি ম্যাচ হেরেছি কিন্তু এবারের জন্য বেশ খুশি। বোলারদের জন্য উইকেটটা বেশ ভালো ছিল। বড় ম্যাচের চাপটাও আমাদের সাহায্য করেছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!