খেলা

বিশ্বজয়ী প্রযুক্তিবিদ তৈরি হবে বাংলাদেশে: পলক

<![CDATA[

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিকেএসপি থেকে যেমন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান তৈরি হয়েছে, একইভাবে বিশ্বজয়ী প্রযুক্তিবিদ তৈরি হবে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি থেকে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে মাদারীপুরের শিবচরের কুতুবপুরে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

পলক বলেন, ৭০ একর জায়গায় ওপর ১৫০০ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি ও সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণের ফলে ২০৪১ সালের মধ্যে চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দিতে বাংলাদশের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার জন্য এই প্রকল্পের উদ্দেশ্য। স্মার্ট বাংলাদেশে স্মার্ট লিডারশিপ তৈরি হবে এখান থেকে। একইভাবে বিশ্বজয়ী প্রযুক্তিবিদ তৈরি হবে। ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ভিশন দিয়েছেন ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ। এটি সাশ্রয়ী, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ নির্মাণের।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে নিজেদের তৈরি রকেট উৎক্ষেপণ হবে: পলক

পলক বলেন, এই স্মার্ট বাংলাদেশের ৪টি স্তম্ভ নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সেটি হলো: স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমিক, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি। এগুলো বাস্তবায়নের জন্য শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এখানে একটি একাডেমিক ভবন, একটি বিজনেস এরিয়া থাকবে। ২০৪১ সালকে স্মরণীয় করে রাখতে ২০ একর জায়গা সংরক্ষিত করে রাখা হয়েছে। ২০৪১ টাওয়ার মানে ৪১ তলাবিশিষ্ট টাওয়ার এখানে নির্মাণ করা হবে।

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশে দুর্নীতি, দুঃশাসন থাকবে না: শিক্ষামন্ত্রী

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ ঘোষ, প্রকল্প পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরীসহ অনেকেই।

পরে প্রতিমন্ত্রী ও আগত অতিথিরা শিবচর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেন ও এই উপজেলাকে দেশের প্রথম স্মার্ট উপজেলার কার্যক্রমের উদ্বোধন করেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!