বিনোদন

বিশ্বের দীর্ঘতম নৌরুট পাড়ি দেবে ‘এমভি গঙ্গা বিলাস’

<![CDATA[

পর্যটন শক্তিশালী করতে বিশ্বের দীর্ঘতম নৌপথে যাত্রা শুরু করেছে ভারতের প্রমোদতরী ‘এমভি গঙ্গা বিলাস’। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে এর উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির নির্বাচনি এলাকা বারানসি থেকে ‘গঙ্গা বিলাস’ যাত্রা শুরু করে। ভারত ও বাংলাদেশের অভ্যন্তরীণ পথ দিয়ে তিন হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দেবে এই প্রমোদতরী।

এ সময় পশ্চিমবঙ্গের হলদিয়া মাল্টিমোডাল টার্মিনালও উদ্বোধন করেন তিনি। নরেন্দ্র মোদি বলেন, তিন হাজার ২০০ কিলোমিটারের এই নদীপথ ভারতের পর্যটনকে শক্তিশালী করবে ও ভারত সম্পর্কে বিশ্ববাসীর কাছে কৌতূহল বাড়াবে।

হলদিয়া মাল্টিমোডাল টার্মিনাল ভারত ও বাংলাদেশের জলপথ সংযুক্ত করবে। ‘এমভি গঙ্গা বিলাস’ ভারতের উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

আরও পড়ুন: কিশোরীকে একমাস আটকে রেখে ধর্ষণ, কিশোর গ্রেফতার

৫১ দিনের ভ্রমণে প্রমোদতরীটি ভারতের পাঁচটি রাজ্য ও বাংলাদেশের কিছু অংশের ভেতর দিয়ে মোট তিন হাজার ২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে।

এই ভ্রমণপথে থাকছে ভারতের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান, জাতীয় উদ্যান, বন্দর এবং বিহারের পাটনা, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ, পশ্চিমবঙ্গের কলকাতা, বাংলাদেশের ঢাকা ও আসামের গৌহাটিসহ ৫০টি পর্যটন স্পট। এটি প্রায় ২৭টি নদী ও চ্যানেল দিয়ে যাবে।

এক সমীক্ষার প্রসঙ্গ উল্লেখ করে মোদি বলেন, জলপথ শুধু পরিবেশের জন্যই উপকারী নয়, অর্থও সাশ্রয় করে। সড়কপথের তুলনায় নৌপথ পরিচালনার খরচ আড়াই গুণ কম ও রেলওয়ের চেয়ে এক-তৃতীয়াংশ কম।

আরও পড়ুন: ক্রমেই দেবে যাচ্ছে আলোচিত জোশিমঠ

তিনটি ডেকসহ ‘এমভি গঙ্গা বিলাস’ দৈর্ঘ্যে ৬২ মিটার লম্বা ও প্রস্থে ১২ মিটার। প্রথম দিনের যাত্রায় সুইজারল্যান্ডের ৩২ জন পর্যটক এতে ভ্রমণ শুরু করছেন।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!