বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী কচ্ছপ
<![CDATA[
বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী কচ্ছপ জোনাথন গিনেস বিশ্ব রেকর্ডে স্থান পেয়েছে। এর আগে ১৮৮ বছরের চিলোনিয়ন নামে একটি কচ্ছপ বিশ্ব রেকর্ড করেছিল।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এটিই এখন বিশ্বের প্রবীণতম কচ্ছপ।
ধারণা করা হয়, জোনাথন ১৮৩২ সালে জন্মগ্রহণ করে। ২০২২ সালে এসে তার বয়স দাঁড়িয়েছে ১৯০ বছর।
১৮৮২ সালে পূর্ব আফ্রিকার সেশেলস থেকে সেন্ট হেলেনা দ্বীপে এসেছিল। তবে তার বয়স প্রকৃত বয়স ১৯০ বছরেরও বেশি হতে পারে।
ফকল্যান্ড দ্বীপের সাবেক গভর্নর স্যার উইলিয়াম গ্রে-উইলসনকে এই কচ্ছপটি উপহার দেয়া হয়েছিল। এরপর আরও ৩২ গভর্নর এসেছেন, গেছেন। কিন্তু জনাথান এখনো আছে।
আরও পড়ুন: আটকে পড়া ২০০ তিমি মারা গেছে
এত বছরেও জোনাথনের চেহারায় খুব একটা পরিবর্তন হয়নি। সে ঘুমিয়ে, খেয়ে দিন কাটায়।
তার প্রিয় খাবার বাঁধাকপি, শসা, গাজর, আপেল ও অন্যান্য মৌসুমি ফল। এ ছাড়া সে কলা, লেটুস হার্টস খেতে ভালোবাসে।
]]>




