বিশ্ব পর্যটন দিবস আজ
<![CDATA[
‘পর্যটনে নতুন ভাবনা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। প্রতিবছর ২৭ সেপ্টেম্বরের এই দিনটিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ বিভিন্ন পর্যটন সংস্থা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এ দিবসটির মূল লক্ষ্য হলো পর্যটনের ভূমিকা সম্পর্কে সবার মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করা।
এছাড়া সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়াও এই দিবসটির অন্যতম উদ্দেশ্য।
আরও পড়ুন: ২৭ সেপ্টেম্বর: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল
দিবসটিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে প্রত্যক্ষ উপস্থিতি লক্ষ্য করা যায় পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও জাতীয় অর্থনীতিতে পর্যটনের অবদান বেশ গুরুত্বপূর্ণ। তাই জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে দিবসটি বিশ্বের বিভিন্ন দেশ পালন করছে।
]]>




