Barisal (বরিশাল)

বিয়েবাড়িতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল দুজনের!

বরিশাল জেলা প্রতিনিধি

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মে) বেলা ১১টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামে ঘটে এই ঘটনা । মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালাম বেপারি ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জামাল রাঢ়ী। এই দুই গ্রুপের মধ্যে উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ওই দুপক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান আওয়ামী লীগের কর্মী সিদ্দিকুর রহমান।

বেশ কয়েকজন আহন হন। এদের মধ্যে ছত্তার ঢালী নামে গুরুতর আহত একজনকে বরিশাল নেওয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে তদন্ত করে যথাযথ আইনগত ব্যববস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!