বিয়ের পর কাজে ফিরলেন পূর্ণিমা
<![CDATA[
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তবে দীর্ঘসময় ধরে অনুপস্থিত ক্যামেয়ার। চলচ্চিত্রে অতটা ব্যস্ত না থাকলেও বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তাকে গত ঈদের আগপর্যন্ত নিয়মিত দেখা যেত। তবে দ্বিতীয় বিয়ের পর তাকে সেভাবে দেখা যায়নি।
তবে বিয়ের পর অবশেষে ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন পূর্ণিমা। দীর্ঘদিন পর আবারও নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
আরও পড়ুন: আটকে গেল ‘বর্ডার’পুর্নিমা
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পূর্ণিমা চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন সিনেমার সহযোগী পরিচালক তাজু কামরুল।
সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমার নাম ‘আহারে জীবন’। এটি পরিচালনা করবেন খ্যাতিমান পরিচালক ছটকু আহমেদ। সিনেমায় পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। আরও অভিনয় করবেন ওমর সানি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর, সুব্রহ প্রমুখ।
করোনাকালীন একটি গল্প ঘিরে নির্মিত হবে এ সিনেমা। আগামী ১৬ অক্টোবর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং শুরু হবে।
]]>