বিয়ে করছেন রাকুল প্রীত সিং!
<![CDATA[
বলিউড অভিনেত্রী রাকুল প্রীত। ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করছেন। এর মধ্যেই জানান দিয়েছেন বিয়ের পর্ব সারতে যাচ্ছেন এই অভিনেত্রী।
২০২৩ সালেই নাকি জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন রাকুল প্রীত সিং। পাত্র প্রযোজক-অভিনেতা জ্যাকি ভাগনানি। তবে পাত্র-পাত্রী বিয়ের ব্যাপারে এখনো মুখ খোলেননি।
এ বিষয়ে একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানায়, ২০২৩ সালে সাত পাকে বাঁধা পড়বেন রাকুল ও জ্যাকি। বিয়ে নামক সামাজিক প্রথাকে বিশ্বাস করেন তারা।
এ প্রসঙ্গে রাকুল প্রীতের ভাই আমন বলেন, ‘জ্যাকির একাধিক সিনেমায় কাজ করেছে রাকুল। বিয়ে অবশ্যই হবে। তবে এখনই চূড়ান্ত কোনো পরিকল্পনা করা হয়নি। ও যেদিন বিয়ে করতে চাইবে, নিজেই সে কথা ঘোষণা করবে। জ্যাকির হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। রাকুলও খুব ব্যস্ত এখন।’ খবর আনন্দ বাজারের।
আরও পড়ুন: বিচ্ছেদের পর বাদশার জীবনে নতুন প্রেম !
অনেক দিন ধরেই জ্যাকির সঙ্গে প্রেমপর্ব চলছে রাকুলের। ২০২১ সালে ইনস্টাগ্রামে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তারা। তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত রাকুলের ভক্তরা।
রাকুল অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ‘ডক্টর জি’ আগামী ১৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। হিন্দি ভাষার ‘থ্যাঙ্ক গড’, ‘ছত্রিওয়ালি’, ‘মেরি পত্নী কা রিমেক’ মুক্তির অপেক্ষায়। এ ছাড়া ‘আয়ালাম’ নামে তামিল ভাষার একটি সিনেমার কাজ শেষ করেছেন রাকুল। তা ছাড়াও তামিল ভাষার ‘৩১ অক্টোবর লেডিস নাইট’ ও ‘ইন্ডিয়ান ২’ সিনেমার কাজ রয়েছে অভিনেত্রীর হাতে।
]]>