বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনার’ নিয়ে কটূক্তির অভিযোগে ব্যবসায়ী কারাগারে
<![CDATA[
কুষ্টিয়ার কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে অশ্লীল মন্তব্য ও কটূক্তি করার অভিযোগে মো. আব্দুস সাত্তার (৬০) নামে এক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
মো. আব্দুস সাত্তার উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর যদুবয়রা গ্রামের মৃত বারিক প্রামাণিকের ছেলে। তিনি কুমারখালী পৌরসভার সেরকান্দি এলাকার উপহার লুঙ্গীর স্বত্বাধিকারী।
এর আগে গত রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে উপজেলা প্রশাসন।
জানা গেছে, গত ৬ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লুঙ্গি ব্যবসায়ী আব্দুস সাত্তারের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে অশ্লীল মন্তব্য ও কটূক্তি করার লিখিত অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধারা। অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে ওই ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে উপজেলা প্রশাসন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, কোম্পানীগঞ্জে প্রবাসীর বিরুদ্ধে মামলা
সোমবার দুপুরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মৌখিক কথায় মানহানি করায় জনস্বার্থ ও জনশৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টার অপরাধে থানায় একটি মামলা করেন বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু। মামলা নম্বর ২১। ওই মামলায় আসামি দেখিয়ে ওই ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি ও মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে অশ্লীল মন্তব্য ও কটূক্তি করেছেন ওই ব্যবসায়ী। থানায় মামলা করেছি। আশা করছি মুক্তিযোদ্ধারা ন্যায়বিচার পাবেন।’
কুমারখালী থানার ওসি মো. মহসিন হোসাইন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের কটূক্তি করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
]]>