বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার উল্টে নিহত ১
<![CDATA[
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় একটি ট্রলার উল্টে মনির হোসেন (৫৫) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটায় ফতুল্লা লঞ্চঘাটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন দুর্ঘটনাকবলিত ট্রলারটির চালক ও মালিক বলে জানা যায়। তিনি রাজধানীর কেরানীগঞ্জ থানার কান্দাপাড়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: রাজধানীতে ছাদ থেকে পড়ে ভাই-বোনের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালী যাওয়ার উদ্দেশে সদরঘাট থেকে ছেড়ে আসা এম ভি প্রিন্স কামাল-১ নামে একটি যাত্রীবাহি লঞ্চ ফতুল্লা লঞ্চঘাটে যাত্রী উঠানামা করতে পল্টুনে ভেড়ানোর চেষ্টা করে। এসময় দ্রুতগতির কারণে লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে থেমে থাকা ৫ থেক ৬টি ট্রলারকে ধাক্কা দেয়। এতে একটি ট্রলার কাত হয়ে নদীতে অর্ধেক ডুবে গেলে চালক মনির হোসেনসহ চারজন ডুবে যান। পরে তিনজন সাঁতরে তীরে উঠলেও মনির কাদা মাটিতে তলিয়ে নিখোঁজ হন। স্থানীয়রা নদীতে তল্লাশি করে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু
বিষয়টি নিশ্চিত করে পাগলা নৌ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শাজাহান সময় সংবাদকে বলেন, খবর পেয়ে আমিসহ পাগলা নৌ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লঞ্চটিকে আটক করি। পরে নিহত মনির হোসেনের স্বজনরা এসে মরদেহ নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
]]>




