বুবলীকে নিয়ে ইলোরা গহরের বিস্ফোরক মন্তব্য!
<![CDATA[
শাকিব খান ও শবনম বুবলীর সম্পর্ক নিয়ে গরম হাওয়া বইছে ফিল্মপাড়ায়। সে হাওয়ায় আরেকটু দমকা হাওয়া দিল ইলোরা গহরের বিস্ফোরক মন্তব্য। এ মন্তব্য নেটিজেনদের এতটাই উত্তেজিত করেছে যে মুহূর্তেই তা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল হওয়া ভিডিওতে ইলোরা গহর বলেছেন, ‘শাকিবের কোনো দোষ নেই। সব দোষ বুবলীর।’ সবাই যখন শাকিবকে দোষারোপ করছে ঠিক সেই মুহূর্তে ইলোরা গহর প্রকৃত সত্য ফাঁস করে শাকিবের পক্ষই নিলেন।
তিনি বলেন, জায়েদ খানের জন্য অনেক মেয়েই রক্ত দিয়ে চিঠি লেখে। ওর পেছনে অনেক মেয়েরাই লম্বা লাইন নিয়ে ঘুরে বেড়ায়। সেখানে সুপারস্টার শাকিব খানের পেছনে শত শত মেয়েরা ঘুরবে এটাই স্বাভাবিক।
আরও পড়ুন: কী করছেন শাকিব খান?
তিনি আরও বলেন, মিডিয়ায় অনেকেই নিজের ইচ্ছায় অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। কিন্তু তা কখনও বিয়ের উদ্দেশ্যে নয়। এমন ঘটনা হরহামেশাই হয় মিডিয়াতে। আর সেটাই নাকি হয়েছে শাকিব-বুবলীর জীবনে এমনটাই মনে করছেন এ অভিনেত্রী।
বুবলীর উদ্দেশে ইলোরা গহর বলেন, অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের গভীর প্রেমের সম্পর্ক ছিল। তারা বিবাহিতও। তাই ওর বাচ্চা মেনে নেয়া যায়। প্রশ্ন ছুঁড়ে দিয়ে ইলোরা আরও বলেন, কিন্তু বুবলীর সঙ্গে শাকিবের তেমন সম্পর্ক না থাকার পরও বুবলী কেন মা হলো?
আরও পড়ুন: হারানো অতীত ভুলে গেছেন দিশা!
বুবলী ইচ্ছাকৃতভাবে শাকিব খানকে ফাঁসিয়েছেন বলেও দাবি করেন এ অভিনেত্রী। তবে কার জালে কে ফেঁসেছেন তার রহস্য এখনও অজানা। আপাতত শাকিব-বুবলী এসবে কানে দিচ্ছেন না। ব্যস্ত আছেন লাইট-ক্যামেরার কাজ নিয়ে।
]]>