বাংলাদেশ

বুর্জ খলিফায় হবে ‘পাঠান’র ট্রেলার প্রদর্শন

<![CDATA[

চার বছর পর দাপটের সঙ্গে বড় পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবির ট্রেলার। যেটি নিয়ে চলছে জোর আলোচনা-সমালোচনা। বলা যায় বিটাউনের পথেঘাটে শুধুই ‘পাঠান’ নিয়েই জোর চর্চা।

ছবি মুক্তি পেতে বাকি এখনও দশ দিন। এখন থেকেই ‘পাঠান’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। শুধু ভারতে নয়, বিদেশের মাটিতেও ছবি নিয়ে হইচই কম নয়। ট্রেলার মুক্তির পরেই তার আঁচ পাওয়া গিয়েছে। এ বার দুবাইয়ের বুর্জ খলিফায় ‘পাঠান’-এর ট্রেলার প্রদর্শনের সিদ্ধান্ত।

আরও পড়ুন: বিজেপি নেত্রী চিত্রার বিরুদ্ধে ‘যুদ্ধঘোষণা’ উরফির!

পাঠান সিনেমার ট্রেলার আর গান নেট-দুনিয়ার উত্তাপ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে দীপিকা পাড়ুকোনের ‘ব্যতিক্রম’ উপস্থিতি সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। এদিকে ‘পাঠান’ ছবিতে খলনায়কের চরিত্রে এসে সবাইকে চমকে দিতে চলেছেন বলিউড সুপারস্টার জন আব্রাহাম। তবে অ্যাকশন, রোমান্সে ভরপুর এই ছবির মুখ্য আকর্ষণ শাহরুখ, তা বলার অপেক্ষা রাখে না। ছবিটি যাতে চূড়ান্ত সফলতা পায়, তার জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন কিং খানের ভক্তরা।

শাহরুখের ফ্যান ক্লাব দেশ জুড়ে ৫০ হাজার মানুষের জন্য ‘পাঠান’ ছবির প্রথম দিনের প্রথম শোর টিকিট অগ্রিম বুকিং করেছে। ফ্যান ক্লাবের উপদেষ্টা যশ পরজানি জানিয়েছেন যে এসআরকে ইউনিভার্স ২০০-এর বেশি শহরে শাহরুখভক্তদের জন্য ‘পাঠান’ ছবির শোর আয়োজন করবে। মুক্তির প্রথম দিন মুম্বাইতে ‘পাঠান’-এর সাত-আটটি শোর আয়োজন করছে তারা। আর দিল্লিতে ছয়টির মতো শোর আয়োজন করা হবে।

আরও পড়ুন: অসম জুটি সিনেমার প্রচারে না গিয়ে সমালোচনার ঝড়ে শ্রুতি

১০ জানুয়ারি নেট-দুনিয়ায় ‘পাঠান’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছিল। তবে এখানেই শেষ নয়, দুবাইয়ের বুর্জ খলিফার দেয়ালে শাহরুখের এই ছবির ট্রেলার দেখা যাবে। টি-টোয়েন্টির জন্য কিং খান এখন দুবাইতে আছেন। তার উপস্থিতিতে বুর্জ খলিফায় ‘পাঠান’ ছবির ট্রেলার দেখানো হবে। অ্যাকশন, থ্রিলারধর্মী ‘পাঠান’ ছবির ট্রেলারেই শাহরুখ, দীপিকা আর জন আব্রাহামকে অ্যাকশন করতে দেখা গেছে। 

ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন যে শাহরুখ আর দীপিকা বড় পর্দায় হাড় হিম করা অ্যাকশন করার জন্য মাসের পর মাস কঠোর পরিশ্রম করেছেন। তাঁরা দর্শকদের বিনোদন দিতে বেশ কয়েক মাস ধরে মার্শাল আর্ট ‘জুজুৎসু’ শিখেছেন বলে পরিচালক জানিয়েছেন। যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ ছবিটি ২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় ছবিটি আসতে চলেছে।

সূত্র: আনন্দবাজার

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!