বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী এনামুল হকের স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রশাসন।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে মেধাবী ওই শিক্ষার্থীকে নিজ কার্যালয়ে ডেকে এনে তাকে ফুলেল শুভেচ্ছা ও নগদ ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার।
শিক্ষার্থী এনামুল উপজেলার শিলাইদহ ইউনিয়নের বেলগাছি গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। তিনি ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছেন। তার বাবা একজন ইজিবাইক চালক। তিনি ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় কুষ্টিয়া জিলা স্কুল থেকে (বিজ্ঞান বিভাগ) জিপিএ -৫ পেয়ে এবং ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি কলেজ থেকে গোল্ডেন জিপিএ -৫ অর্জন করেন।
মেধাবী ও কৃতি শিক্ষার্থী এনামুলের বাবা একজন ইজিবাইক চালক হওয়ায় অর্থাভাবে বুয়েটে পড়াশোনা চালিয়ে নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনামুলের অসহায়ত্বের খবর প্রকাশিত হলে নজরকাড়ে ইউএনও বিতান কুমারের। তাকে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন ইউএনও। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার এনামুলকে নিজ কার্যালয়ের ডেকে পাঠান ইউএনও। পরে তাকে ফুলেল শুভেচ্ছা ও নগদ ১০ হাজার টাকা সহযোগিতা করেন তিনি।
বুয়েট ছাত্র এনামুল হক বলেন, ইউএনও স্যার আমার অসহায়ত্বের খবর পেয়ে আমার স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছেন। আমি খুব আনন্দিত ও গর্বিত। প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে আমিও মানুষের পাশে দাঁড়াব।
বিতান কুমার মণ্ডল বলেন, ‘উপজেলা প্রশাসন সব সময় মেধাবীদের পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কৃতি ছাত্র এনামুলকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে। প্রয়োজনবোধে ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত থাকবে।




