বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান
<![CDATA[
এশিয়ান ক্রিকেটপ্রেমীদের জন্য বৃহস্পতিবারকে (২৭ অক্টোবর) স্পেশালই বলা চলে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এদিন মাঠে নামবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল ৯টায় টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা, দুপুর ১টায় ভারত খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, বিকেল ৫টায় পাকিস্তান মুখোমুখি হবে জিম্বাবুয়ের।
বাংলাদেশ এ মুহূর্তে সুপার টুয়েলভের ২ নম্বর গ্রুপে শীর্ষে আছে। নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগাররা জিতেছিল ৯ রানে। শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরেকটি জয় পেলে টেবিলের শীর্ষেই থাকবে সাকিব আল হাসান বাহিনী। তবে দক্ষিণ আফ্রিকা জয় পেলে খানিক সময়ের জন্য হলেও টেবিলের শীর্ষে ওঠার সুযোগ রয়েছে তাদের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রোটিয়াদের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হওয়ায় ১ পয়েন্ট পেয়েছিল টেম্বা বাভুমার দল।
আরও পড়ুন: খাবার নিয়ে ভারতের অসন্তোষ, নড়েচড়ে বসেছে আইসিসি
ভারতের সামনে নেদারল্যান্ডস বলতে গেলে আনাড়ি প্রতিপক্ষই। তাই বৃষ্টি বাগড়া না দিলে জয় পাওয়াটা মোটেই অসম্ভব নয়। রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ২ পয়েন্ট নিয়ে ভারত এখন টেবিলের দুইয়ে। ডাচদের হারাতে পারলে তারাই হবে টেবিল টপার। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়া নেদারল্যান্ডস আছে টেবিলের তলানিতে।
আরও পড়ুন: বৃষ্টিতে ভেস্তে গেছে আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ
সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখতে কঠিন পরীক্ষার মুখোমুখি পাকিস্তান। ছয় দলের মধ্যে টেবিলে তাদের অবস্থান পাঁচে। তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ের নামের পাশে এক পয়েন্ট। সাম্প্রতিক সময়ে দারুণ ক্রিকেট খেলুড়ে জিম্বাবুয়ের জন্য অবশ্য পাকিস্তানকে হারানো খুব বেশি অসম্ভব নয়। এ জন্য পুরো টিমকে লড়তে হবে এক হয়ে।
]]>




